
দ্য ওয়াল ব্যুরো: জয় প্রায় নিশ্চিত হওয়ার পরেই হোমটাউন ডেলাওয়্যারের উইলমিংটনে জনসভা থেকে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বলেছিলেন ক্ষমতায় এসে তাঁর প্রথম কাজ হবে দেশে করোনা সংক্রমণের মোকাবিলা করা। সবাইকে একসঙ্গে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছিলেন তিনি। আর এবার প্রেসিডেন্ট নিশ্চিত হওয়ার পরে ফের একবার বিভেদ ভুলে সম্প্রীতির বার্তা দিতে দেখা গেল তাঁকে। সবাইকে একসঙ্গে নিয়ে এক অন্য আমেরিকা গড়ে তোলার বার্তা দিয়েছেন তিনি।
জয় নিশ্চিত হওয়ার পরে নিজের হোমটাউনে ফের একটা জনসভায় বাইডেন বলেন, “এবার সময় হয়েছে আমেরিকাকে সুস্থ করে তোলার। আমি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছি ভেদাভেদ বরদাস্ত করা হবে না, বরং সবাইকে এক করার চেষ্টা হবে।” ট্রাম্পের অনুগামীরা যে শত্রু নন, তা আরও একবার নিজের সমর্থকদের সামনে তুলে ধরেন তিনি। বাইডেন বলেন, “ওরা আমাদের শত্রু নন। ওরা আমেরিকাবাসী। তাই আমেরিকায় এই ভেদাভেদের যুগকে এবার এখানেই শেষ করতে হবে।”
বাইডেন আরও বলেন, “আমি আমেরিকাবাসীর উদ্দেশে আহ্বান করছি, আমেরিকার আত্মাকে একবার ফের ফিরিয়ে আনুন। দেশের মেরুদণ্ডকে ফের একবার গড়ে তুলতে দেশের মধ্যবিত্তদের উন্নতি করতে হবে। তার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তবেই আবার বিশ্বে আমেরিকাকে সম্মানের চোখে দেখা হবে।”
তাঁকে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে মনোনীত করার জন্য আফ্রিকান-আমেরিকান মানুষদের ধন্যবাদ জানিয়েছেন বাইডেন। সভায় তাঁর সঙ্গে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও ছিলেন। সেখানে কথা বলতে গিয়ে সবার আগে আত্মবিশ্বাসী বাইডেনের মুখে শোনা যায়, “বন্ধুরা, দেশের মানুষ কথা বলেছেন। তাঁরা আমাদের স্পষ্ট জয়ের বার্তা দিয়েছেন।”
এর আগে ওই একই জায়গায় জনসভা থেকে দেশবাসীর উদ্দেশে বার্তা দিয়ে বাইডেন বলেন, পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রথম কাজ হল করোনার মোকাবিলা করা। আর তার জন্য বিভেদ ভুলে সবাইকে একজোট হতে আহ্বান জানান তিনি। বাইডেনের নির্বাচনী প্রচারের প্রধান অস্ত্র ছিল এই করোনা সংক্রমণ। আমেরিকায় সংক্রমণ মোকাবিলা করতে ট্রাম্প প্রশাসন কতটা ব্যর্থ হয়েছে সেই কথাটাই বারবার তুলে ধরেছেন তিনি। সাধারণ মানুষের মনে এই কথাটা ঢোকাতে পেরেছেন। তারই ফল দেখা গিয়েছে ভোট ব্যাঙ্কে। আর তাই পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নিজের বার্তা দেন বাইডেন।
আমেরিকায় ফের একবার করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। শুক্রবার নতুন করে সংক্রমণের রেকর্ড হয়েছে সেখানে। ১ লাখ ২৭ হাজারের বেশি আক্রান্ত দেখা গিয়েছে। তাই প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরে বাইডেনের সামনেও প্রধান সমস্যা হবে এই কোভিড। আর তাই আগে থেকেই বাইডেন জানিয়ে দিলেন, ক্ষমতায় এসে তাঁর প্রধান কাজ হবে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করা।
বাইডেন বলেন, “আমাদের রাগ, দ্বেষ পিছনে ফেলে এগিয়ে আসতে হবে। এবার সময় হয়েছে দেশ হিসেবে আমাদের একজোট হয়ে লড়াই করার। প্রেসিডেন্ট হিসেবে আমার দায়িত্ব হল গোটা দেশের প্রতিনিধিত্ব করা। আমি সবাইকে বলতে চাই প্রথম দিন থেকে ভাইরাসকে নিয়ন্ত্রণ করার কাজ শুরু হবে। যে প্রাণগুলি চলে গিয়েছে সেগুলি হয়তো ফিরিয়ে আনতে পারব না। কিন্তু এই কাজের মাধ্যমে আগামী দিনে অনেক প্রাণ বাঁচবে।”