Latest News

আমেরিকায় ভোট: ৯টি অঙ্গ রাজ্যের গণনা বাকি, সমানে সমানে টক্কর চলছে ট্রাম্প-বাইডেনের

 

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনায় সমানে সমানে টক্কর চলছে ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের মধ্যে। ভারতীয় সময় বুধবার রাত পর্যন্ত পপুলার ভোট এবং ইলেকটোরাল কলেজ ভোট– দুটিতেই ট্রাম্পের থেকে এগিয়ে রয়েছেন বাইডেন। যদিও এখনও ন’টি অঙ্গরাজ্যের ভোট গণনা বাকি রয়েছে।

সিএনএন জানাচ্ছে মোট নটি অঙ্গরাজ্যে এখনও গণনা বাকি। সেগুলি হল পেনসিলভানিয়া (ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২০), জর্জিয়া (১৬), মিশিগান (১৬), নর্থ ক্যারোলাইনা (১৫), উইসকনসিন (১০), অ্যারিজোনা (১১), নেভাদা (৬), মেইন (৪) ও আলাস্কা (৩)।

সিএনএন-এর তথ্য অনুযায়ী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন এখনও পর্যন্ত ২২৭ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। অন্যদিকে ট্রাম্পের ঝুলিতে ২১৩টি। মোট ৫৩৮ ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে জিততে গেলে পেতে হবে ২৭০টিভোট।

পপুলার ভোটে বড় মার্জিনে এগিয়ে বাইডেন। তাঁর প্রাপ্ত ভোট ৬ কোটি ৮৭ লাখ ৩৮ হাজার ৬৮১। আর ট্রাম্প পেয়েছেন ৬ কোটি ৬১ লাখ ২০ হাজার ৭৮৯ ভোট। গত বারও হিলারি ক্লিন্টনের থেকে ৩০ লক্ষ পপুলার ভোট কম পেয়েছিলেন ট্রাম্প।

সিএনএন জানাচ্ছে, পেনসিলভেনিয়ায় প্রায় ৭৬ শতাংশ ভোট গণনা হয়ে গিয়েছে। তাতে ৫৫ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ট্রাম্প। মিশিগানে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এখানে প্রায় ৯০ শতাংশ ভোট গণনায় ট্রাম্প ৪৯.৪ শতাংশ ও বাইডেন ৪৮.৯ শতাংশ ভোট পেয়েছেন। নর্থ ক্যারোলাইনায় প্রায় ৯৫ শতাংশ ভোট গণনায় ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ট্রাম্প। ফলে সেখানকার সব ইলেকটোরাল ভোট তাঁর দিকে। জর্জিয়াতেও ট্রাম্প এগিয়ে। অ্যারিজোনায় প্রায় ৮৬ শতাংশ ভোট গণনায় ৫১.৮ শতাংশ ভোট পেয়ে এগিয়ে বাইডেন।

ইতিমধ্যেই ট্রাম্প হুমকি দিয়েছেন ভোটে হারলে তিনি সুপ্রিম কোর্টে যাবেন। সব মিলিয়ে মার্কিন প্রেসিডেন্ট ভোট এবার অন্য মাত্রা নিয়েছে।

You might also like