Latest News

বন্ধ লিফটে দড়িতে গলা আটকে ভাইয়ের, দেখেই ঝাঁপালো দিদি, তারপর….

দ্য ওয়াল ব্যুরো : দিদির সঙ্গে লিফটে উঠেছিল ছোট্ট ভাই। হঠাৎ করেই লিফটের মধ্যে দড়িতে গলা আটকে যায় তার। রীতিমতো ঝুলতে থাকে সে। কিন্তু ঠিক সেই সময় উপস্থিত বুদ্ধি দেখালো দিদি। ঠাণ্ডা মাথায় ভাইয়ের পা ধরে থাকল সে। সেইসঙ্গে লিফটের মধ্যের আলার্মও বাজিয়ে দিল। আর এ ভাবেই ভাইকে বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচায় সে।

ঘটনাটি ঘটেছে তুরস্কের ইস্তানবুলে। পুরো ঘটনার ভিডিয়ো ক্যামেরাবন্দি হয় লিফটের মধ্যে থাকা ক্যামেরায়। সেই ক্যামেরায় দেখা যায়, লিফটের মধ্যে একটা ছোট্ট ছেলের সঙ্গে ওঠে ভাই বোন। দরজা বন্ধ হওয়ার পরেই হঠাৎ করে লিফটের মধ্যে থাকা একটা দড়িতে গলা আটকে ঝুলতে থাকে সে। সঙ্গে সঙ্গে তার পা ধরে ফেলে দিদি। ইমারজেন্সি অ্যালার্ম বাজানোয় দরজাও খুলে যায়। তার মধ্যে অবশ্য দড়ি থেকে ভাইকে ছাড়িয়ে নিয়েছে দিদি। অন্য বাচ্চাটি অবাক হয়ে একদিকে দাঁড়িয়ে।

এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর পর ভাইরাল। সবাই মেয়েটির উপস্থিত বুদ্ধির প্রশংসা করছে। কেউ বলছেন, ওই পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রেখে কাজের কাজ করেছে মেয়েটি। কেউ আবার বলছেন, সত্যিই দিদির মতোই ভাইকে আগলে রেখে বাঁচিয়েছে সে।

জানা গিয়েছে, বাচ্চাটি ভালো আছে। প্রাথমিক চিকিৎসা করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে কিছুটা ভয়ের মধ্যে রয়েছে সে।

You might also like