Latest News

ভয়াবহ ভূমিকম্প আলাস্কায়, ৬ ঘণ্টায় কম্পন ৪০ বার, জারি সুনামির সতর্কতা

দ্য ওয়াল ব্যুরো: কানাডার উত্তর-পশ্চিমের সবথেকে বড় শহর আলাস্কা কেঁপে উঠল তীব্র ভূমিকম্পে। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টা ২৯ মিনিটে ( ভারতীয় সময় শুক্রবার রাত ১০টা ৫৯ মিনিট ) এই ভূমিকম্প হয়। ইউএস জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী, আলাস্কার অ্যাঙ্কারেজ ছিল ভূমিকম্পের উৎসস্থল। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৭.২ ম্যাগনিটিউড। ভূপৃষ্ঠ থেকে ৪০.৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্রস্থল বলে জানা গিয়েছে।

আরও পড়ুন প্রলয় আসছে! ৮.৫ মাত্রার ভূমিকম্পে টলে যেতে পারে হিমালয়, সতর্কবার্তা

আলাস্কায় এই মুহূর্তে প্রায় ৪ লক্ষ মানুষ বসবাস করেন। বিবিসি সূত্রে খবর, প্রথমবার কম্পনের পর ৬ ঘণ্টায় প্রায় ৪০ বার মাঝারি ও মৃদু কম্পন ( আফটারশক ) অনুভূত হয়েছে। ইউএস জিওলজিকাল সার্ভের রিপোর্ট অনুযায়ী এই আফটারশকের মধ্যে সর্বোচ্চটির কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.৭ ম্যাগনিটিউড, তিনটির তীব্রতা ছিল ৫ ম্যাগনিটিডের বেশি ও ১০ টির তীব্রতা ছিল ৪ ম্যাগনিটিউডের বেশি। ভূমিকম্প বিশেষজ্ঞদের বক্তব্য, একবার কম্পনের পরে এত বেশি আফটারশক সাধারণত দেখা যায় না। আর আফটারশকের তীব্রতাও এক একটি মাঝারি ভূমিকম্পের সমান।

এই ভূমিকম্পের প্রভাব পড়েছে যথেষ্ট। অনেক জায়গায় রাস্তাঘাট ভেঙে বসে গিয়েছে। কোথাও কোথাও তো আবার রাস্তার ফাটলের মধ্যে দিয়ে আগুন বেরাতেও দেখা গিয়েছে। রাস্তাঘাট ভেঙে পড়ে আটকে গিয়েছে অনেক গাড়ি। একই অবস্থা বাড়িঘরের। ভূমিকম্প শুরু হওয়ার পরেই ভয়ে বেশিরভাগ মানুষ বাড়ির বাইরে বেরিয়ে এসেছেন। আলাস্কার বিভিন্ন এলাকায় একাধিক বাড়ি ও উড়ালপুলের ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পরেই আলাস্কা পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল উদ্ধার কাজ শুরু করেছেন। আটকে থাকা গাড়ি ক্রেনের সাহায্যে তোলা হচ্ছে। বেশ কিছু লোক আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এখনও আতঙ্ক কাটছে না বাসিন্দাদের। এরই মধ্যে আলাস্কার উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে সুনামির সতর্কবার্তা। ফলে এর থেকেও বড় কোনও বিপর্যয় আসতে চলেছে কিনা, আপাতত সেই চিন্তায় শহরবাসী।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 

You might also like