Latest News

ছেলের পাশে শুয়ে ও কে? ‘ভূতের ছানা’! মাঝরাতে আঁতকে উঠলেন মা

দ্য ওয়াল ব্যুরো: ১৮ মাসের সন্তানকে বেবি কটে ঘুম পাড়িয়েছিলেন মা। লক্ষ্মী ছেলে হয়ে ঘুমিয়েও পড়েছিল একরত্তি বাচ্চাটি। তবে মায়ের মন তো। ছেলে ঠিক আছে কিনা ঘুমের মধ্যে বারবার উঠে দেখতে যাচ্ছিলেন সেটাই। সন্তানের কিছু প্রয়োজন কিনা, ঘুম ভেঙে কাঁদছে কিনা, ডায়পার বদলানোর দরকার রয়েছে কিনা—-সব দিকেই তো নজর রাখতে হবে মাকে।

প্রথমে কয়েকবার ছেলেকে দেখে এসে আশ্বস্ত হয়েছিলেন মা। সব ঠিকই ছিল। কিন্তু মাঝরাতে আর এক বার ছেলেকে দেখতে গিয়ে আঁতকে উঠলেন মহিলা। এ কী! তাঁর সন্তানের পাশে শুয়ে রয়েছে ওটা কে? এ যে আর একটা বাচ্চা। হাসিহাসি মুখে চেয়ে রয়েছে তাঁর দিকে। এমন দৃশ্য দেখে ধপ করে ছেলের ‘বেবি কট’-এর পাশে বসেই পড়েন মহিলা। ভয়ে-আতঙ্কে সিঁটিয়ে যান। বুঝতেই পারছিলেন না আর একটা বাচ্চা কোথা থেকে এল। খানিক ধাতস্ত হয়ে ফের তাকালেন ছেলের দিকে। নাহ্‌ এখনও শুয়ে রয়েছে ওই দ্বিতীয় বাচ্চা।

নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলেন না মহিলা। ধরেই নিয়েছিলেন এ কোনও ভূতের কারসাজি। নির্ঘাত ওই বাচ্চাটিও ভূত। কাঁপা কাঁপা হাতে ফোনে ছবিও তুলে নেন। সোশ্যাল মিডিয়ায়া শেয়ারও করেন সেই ছবি। মহিলা লিখেছেন, “সারারাত বাচ্চাটা আমার ছেলের পাশে শুয়ে ছিল। ভয়ে কাঠ হয়ে ছিলাম আমি। ঘুম উড়ে গিয়েছিল। শুধু ভাবছিলাম আমার সন্তানের যেন কোনও ক্ষতি না হয়। পাশাপাশি বোঝার চেষ্টা করছিল কোথা থেকে এল এই বাচ্চাটি। তাহলে কী এই বাড়িতে কোনও অঘটন ঘটেছি, বারবার এই প্রশ্নই নাড়া দিচ্ছিল আমার মনকে।”

তবে সকাল হতেই খোলসা হল গোটা ব্যাপারটা। আসল ঘটনা জেনে শান্তি পেয়েছেন ওই মহিলা। শুধু তাই নয়, নিজের কাণ্ড-কারখানার জন্য নিজের উপরে একটু হেসেও নিয়েছেন।

কী হয়েছিল আসলে?

মহিলা জানিয়েছেন, আগের দিনে রাতে তিনি যখন ছেলের জামাকাপড় বদলাতে নিয়ে গিয়েছিলেন তখন বেবি কটের গদি পাল্টে দেন তাঁর স্বামী। কিন্তু গদিতে আঁটা বাচ্চার মুখওয়ালা স্টিকার তুলতে ভুলে গিয়েছিলেন। ছেলেকে শোওয়ানোর সময় বিষয়টা খেয়াল করেননি ওই মহিলা। গদির উপর পেতেছিলেন পাতলা একটা চাদর। রাতে ঘরের হাল্কা আলোতে স্পষ্ট হয়ে যায় ওই স্টিকার। তখনই গোটা ব্যাপারটাকে ভূতের কারসাজি ভেবে বসেন ওই মহিলা। ধরেই নেন ছোট্ট বাচ্চাটি আসলে ভূত। ঘটনাটি ঘটেছে ইউএসএ-র ইলিনয়ে।

নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে ওই মহিলার পোস্ট। প্রথমে নেটিজেনদের অনেকেই মহিলার মতোই আঁতকে উঠেছিলেন। তবে আসল ঘটনা জানার পর হাসতে হাসতে পেটে খিল ধরার অবস্থা প্রায় সকলেরই।

পড়ুন দ্য ওয়াল-এর পুজোসংখ্যার বিশেষ লেখা…

https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d/

You might also like