Latest News

করোনা মোকাবিলায় পুরস্কারের ৭৫ লক্ষ টাকা দান গ্রেটা থুনবার্গের

সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গ্রেটা। তিনি বলেন, “আমি সবাইকে এগিয়ে এসে আমার পাশে দাঁড়ানোর অনুরোধ করছি। আসুন আমরা সবাই মিলে শিশুদের জীবন, স্বাস্থ্য রক্ষা ও তাদের শিক্ষা এগিয়ে নিয়ে চলার ব্যাপারে ইউনিসেফকে সাহায্য করি।”

দ্য ওয়াল ব্যুরো: ডেনমার্কের একটি সংস্থার থেকে ৭৫ লক্ষ টাকা পুরস্কার জিতেছিলেন গ্রেটা থুনবার্গ। সেই টাকা করোনা মোকাবিলায় দান করলেন তিনি। রাষ্ট্রপুঞ্জের যে সংস্থা শিশুদের কল্যাণের জন্য কাজ করে সেই ইউনাইটেড নেশনস চিল্ড্রেন্স ফান্ডে ( ইউনিসেফ ) এই টাকা দিয়েছেন গ্রেটা।

বৃহস্পতিবার ইউনিসেফের তরফে একটি বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে। তাদের তরফে গ্রেটার একটি বক্তব্য তুলে ধরা হয়েছে। সেখানে ১৭ বছরের গ্রেটা বলছেন, “জলবায়ুর সমস্যার মতো করোনাভাইরাস মহামারী শিশুদের কাছে কঠিন সময়। এর প্রভাব শিশুদের উপর পড়বে। অনেক দিন তার প্রভাব থাকবে। আর কষ্টে থাকা শিশুদের উপর এর প্রভাব অনেক বেশি পড়বে।”

এই পরিস্থিতিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গ্রেটা। তিনি বলেন, “আমি সবাইকে এগিয়ে এসে আমার পাশে দাঁড়ানোর অনুরোধ করছি। আসুন আমরা সবাই মিলে শিশুদের জীবন, স্বাস্থ্য রক্ষা ও তাদের শিক্ষা এগিয়ে নিয়ে চলার ব্যাপারে ইউনিসেফকে সাহায্য করি।”

ইউনিসেফের তরফে এই বিবৃতিতে জানানো হয়েছে, ডেনমার্কের ওই সংগঠনের তরফে সাহায্য তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে এই সাহায্য খুবই কাজে দেবে বলে জানিয়েছে তারা। বিশেষ করে লকডাউনের ফলে বিশ্বের বিভিন্ন দেশে স্কুল বন্ধ। অনেক জায়গায় ঠিকমতো খাবার পাচ্ছে না শিশুরা। তাদের স্বাস্থ্য ও শিক্ষার দিকেও সমস্যা হচ্ছে। গ্রেটার মতো অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ইউনিসেফ।

আরও পড়ুন বিমান চলাচল কবে থেকে? মিলল ইঙ্গিত, দশ দিন সময় দিয়ে নোটিস দেবে কেন্দ্র

মার্চ মাসের শেষদিকে গ্রেটা জানিয়েছিলেন, তাঁর শরীরে করোনাভাইরাসের কিছু উপসর্গ দেখা গিয়েছে। কিন্তু তারপরে পরীক্ষায় কিছু ধরা পড়েনি। এই মুহূর্তে তিনি ভাল আছেন বলেই জানিয়েছেন।

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩১ লক্ষ। এখনও পর্যন্ত সারা বিশ্বে কোভিড আক্রান্তের সংখ্যা মোট ৩১,৬১,৫৬৩। মৃত্যু হয়েছে ২,১৯,২৮৭ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৯,৭৫,৬৭৩ জন।

এখনও পর্যন্ত আমেরিকাতেই কোভিড আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এখানেই সংক্রমণে মৃত্যুও হয়েছে সবচেয়ে বেশি। মার্কিন মুলুকে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ১০ লক্ষ পেরিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ১০,৩৬,৪১৭ জন আক্রান্ত হয়েছে নভেল করোনাভাইরাসে। মৃত্যু হয়েছে ৫৯,২৮৪ জনের। মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে খারাপ অবস্থা নিউ ইয়র্ক শহরের। এখানে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষেরও বেশি। নিউ ইয়র্কে কোভিড আক্রান্তের সংখ্যা মোট ৩,০১,৪৫০। মৃত্যু হয়েছে ২৩,১৪৪ জনের।

You might also like