Latest News

মাঝ আকাশে মুখোমুখি কলকাতা ও ভুবনেশ্বরগামী বিমান, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

দ্য ওয়াল ব্যুরো: ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারত। মৃত্যুর কোলে ঢলে পড়ত শয়ে শয়ে প্রাণ। আর কয়েক সেকেন্ড হলেই ভয়াবহ সংঘর্ষ হতে পারত। কিন্তু, শেষ মুহূর্তে পাইলটদের দক্ষতায় অল্পের জন্য রক্ষা পেল কলকাতা ও ভুবনেশ্বরগামী দুটি বিমান। রক্ষা পেল প্রায় ৪০০ প্রাণ।

বেঙ্গালুরুর আকাশে মুখোমুখি চলে এসেছিল দুটি যাত্রিবাহী বিমান। ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) জানাচ্ছে, বেঙ্গালুরুর বিমানবন্দর থেকে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে আকাশে উড়েছিল দুটি বিমানই। অভিযোগ, বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)-এর গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে। ওটিসি-র ভুল নির্দেশের কারণেই দুটি বিমান মুখোমুখি চলে আসে। সামান্য ভুল হলেই বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত।

দু’টি বিমানই ইন্ডিগো এয়ারলাইনসের। প্রথমটি, বেঙ্গালুরু-কলকাতা ৬-ই৪৫৫। দ্বিতীয়টি বেঙ্গালুরু-ভুবনেশ্বর ৬-ই২৪৬। ডিজিসিএ জানাচ্ছে, বেঙ্গালুরু বিমানবন্দর থেকে ওড়ার পরে এটিসি-র ভুল সঙ্কেত পেয়ে দুটি বিমানই ট্র্যাক ভুল করে মুখোমুখি চলে আসে। পাইলটদের তৎপরতায় দুর্ঘটনা হয়নি। ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছে ডিজিসিএ।

প্রসঙ্গত, বাংলাদেশ আকাশসীমায় আগেও এমন মুখোমুখি চলে এসেছিল ইন্ডিগোর দুটি বিমান। একটি  গুয়াহাটি থেকে কলকাতা আসছিল, অন্যটি, চেন্নাই থেকে গুয়াহাটি যাচ্ছিল। ঢাকা এটিসির নির্দেশে সেই বিমানটি ৩৫ হাজার ফুট উপর দিয়ে উড়ছিল। কিন্তু হঠাৎ করেই ঢাকা এটিসি থেকে কলকাতাগামী বিমানের পাইলটকে নির্দেশ দেওয়া হয় ৩৫ হাজার ফুটে নেমে আসতে। সেই মতো ওই বিমানের পাইলট নেমে আসেন ৩৫ হাজার ফুটে। একই উচ্চতায় দুটি বিমান মুখোমুখি চলে আসে, তবে সেবারও পাইলটদের দক্ষতায় কয়েকশো প্রাণ বেঁচে যায়।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকাসুখপাঠ

You might also like