Latest News

এই কুর্তার দাম আড়াই লাখ টাকা? গুচিকে প্রবল বিদ্রূপ টুইটারে

দ্য ওয়াল ব্যুরো: ফ্যাশনেবল কুর্তা পছন্দ সকলেরই। হালফিলের কাফতান কুর্তা হলে তো কথাই নেই। হাল্কা লিনেন, পরেও আরাম। কিন্তু তাই বলে মামুলি সুতোর কাজ করা কুর্তার দাম এত? হাজার, দু’হাজার হলে তবুও কথা ছিল, আড়াই লাখ? এই কুর্তা পরলে গায়ে ছ্যাঁকা লাগবে কিনা জানা নেই, তবে দাম দেখে ভারতীয় টুইটারাইটদের চোখে জ্বালা ধরেছে।

এমন আগুনে দামের কুর্তা বিক্রি করছে ইতালির বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড ‘গুচি‘। হ্যাঁ এ কথা ঠিক, যতরকম নামি দামী ব্র্যান্ড আছে, তার মধ্যে গুচি একটি। এই ব্র্যান্ডের যে কোনও পণ্যের দামই চমকে দেওয়ার মতোই। যাঁরা ব্র্যান্ডেড জামাকাপড় পরেন, তাঁরা এ ব্যাপারটা বিলক্ষণ জানেন। গুচির আইটেম কিনতে হলে বেশ গুছিয়েই খরচ করতে হবে। সেসব ঠিক আছে, কিন্তু সাধারণ ভারতীয় কুর্তার এমন দাম দেখে টুইটারে রীতিমতো ঝড় তুলে দিয়েছেন নেটিজেনরা।

গুচির প্রোডাক্টে লেখা আছে, অর্গ্যানিক লিনেন। সাদার ওপর ফ্লোরাল এমব্রয়ডারি করা। কাফতান হাতা। দাম সাড়ে তিন হাজার ডলার, যা ভারতীয় টাকার হিসেবে প্রায় আড়াই লাখের কাছাকাছি। ফ্লোরাল এমব্রয়ডারি করা কুর্তা তো দেশের ব্র্যান্ডগুলোতেও ভর্তি। এই বিশেষ কুর্তাটিতে কী এমন বিশেষত্ব আছে, তা বুঝতেই পারছেন না নেটিজেনরা।
টুইটারের হাসি-মজাও শুরু হয়ে গেছে। একজন তো কৌতুক করে লিখেই দিয়েছেন, লোকাল মার্কেটে ৫০০ টাকায় একই জিনিস পাওয়া যাচ্ছে। “আরে আমি তো ১০০ টাকায় এমন কুর্তা কিনে এনেছি”, গুচির দাম দেখে হতবাক হয়ে যাওয়া এক টুইটারাইটের বক্তব্য এমনটাই। আর একজন আবার বলেছেন, ৫০০ টাকা দাম হলেও এমন কুর্তা কিনতেন না!

গুচি ব্র্যান্ড থেকে এই ট্রাডিশনাল ভারতীয় কুর্তা কোনও ভারতীয় কিনবেন কিনা জানা নেই, টুইটার আপাতত হাসি-মস্করায় মেতে আছে।

You might also like