
দ্য ওয়াল ব্যুরো: বহুতল থেকে ঝাঁপ দিয়ে সাতসকালে আত্মহত্যা করলেন এক ব্যবসায়ী। খাস কলকাতায় এমন ঘটনা নিঃসন্দেহে চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনাটি ঘটেছে তিলজলায়। সেখানেই শনিবার সকাল পৌনে সাতটা নাগাদ এমন ঘটনা ঘটেছে বলে খবর। মৃতের নাম সুরজ আগরওয়াল। তিনি স্ত্রী ও সন্তানের সঙ্গে তিলজলার ওই বহুতলে থাকতেন। কিন্তু এদিন সকালে হঠাৎ তিনি ঝাঁপিয়ে পড়েন বহুতল থেকে। স্থানীয় বাসিন্দারা ছুটে যান। ফুটপাত থেকে সুরজের রক্তাক্ত দেহ উদ্ধার করেন তাঁরা। দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
সূত্রের খবর, সুরজ যে ব্যবসা করতেন বেশ কিছুদিন ধরে তাতে মন্দা চলছিল। সেই অবসাদ থেকেই চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন তিনি। তবে ঠিক কী কারণে এই আত্মহত্যা তা তদন্তের পরেই জানা যাবে। পুলিশ তদন্ত শুরু করেছে।
সুরজের স্ত্রী বা সন্তান কেউ এদিন বাড়িতে ছিলেন না। তাঁরা কিছুদিন আগে বাপের বাড়ি গিয়েছিলেন বলে খবর। একা বাড়িতে এমন কাণ্ড ঘটিয়েছেন সুরজ।