Latest News

তিস্তায় বাড়ছে জলস্তর, জারি লাল সতর্কতা

দ্য ওয়াল ব্যুরো: শুধু উত্তরাখণ্ড নয়, প্রবল বৃষ্টির জেরে ধস নেমেছে রাজ্যের পাহাড়ি এলাকাতেও। দার্জিলিং, কালিম্পংয়ের মত জেলাগুলিতে একের পর এক জায়গায় ল্যান্ড স্লাইডের ফলে আটকে পড়েছে বহু সংখ্যক পর্যটক। এরমধ্যেই মঙ্গলবার রাত ৮.৩০ মিনিট নাগাদ তিস্তার অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করেছে রাজ্যের সেচ দফতর। পাশাপাশি সংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

দার্জিলিং, কালিম্পংয়ে ধস, মেঘ ভাঙা বৃষ্টিতে তিস্তা বইছে লকগেটের উপর দিয়ে

ইতিমধ্যেই অসংরক্ষিত এলাকাগুলি থেকে মানুষজনকে সরিয়ে বিভিন্ন ফ্লাড শেল্টারে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে প্রশাসন। উল্লেখ্য, মেঘ ভাঙা বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে তিস্তা। লকগেটের উপর দিয়ে বইছে জল।

অন্যদিকে সিকিমে ধসের জেরে দুর্ঘটনার কবলে পড়েছে একটি গাড়ি। পাথরের ধাক্কায় একটি গাড়ি সোজা খাদে গিয়ে পড়ে। আহত হয়েছেন যাত্রীরা। দুই দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ারেও ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে মঙ্গলবার দুপুরের পর থেকে।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা ‘সুখপাঠ’

You might also like