
ওই স্কুলের পড়ুয়াদের একাংশের অভিযোগ, স্কুলের নির্দিষ্ট ইউনিফর্ম পরে না আসায় সোমবার তাদের পোশাক খুলে নেয় স্কুল কর্তৃপক্ষ। অভিযোগ, সারাদিন পোশাক ছাড়াই ক্লাস করেছে অনেক পড়ুয়া। এই ঘটনা জানতে পেরে গতকালই শান্তিনিকেতন থানায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পড়ুয়াদের অভিভাবকরা। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে স্কুলের সামনে বিক্ষোভও দেখান তাঁরা। অভিভাবকদের দাবি, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে স্কুল কর্তৃপক্ষ এবং প্রিন্সিপালকে।
মঙ্গলবার সকালে বেশ খানিকক্ষণ ওই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের বাইরে বিক্ষোভ দেখান অভিভাবকরা। যদিও একটি অন্য সূত্রের দাবি, স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে পড়ুয়াদের নির্দিষ্ট পোশাক পরে আসতে বলা হয়েছে একথা ঠিক। পড়ুয়ারা সে নিয়ম মানেনি সেকথাও ঠিক। কিন্তু পোশাক খুলে নেওয়ার ঘটনা অস্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ। গোটা ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, সংবাদমাধ্যমে তিনি যে খবর দেখেছেন তা গভীর চিন্তার বিষয়। কোনঅ স্কুলের অধ্যক্ষ বা কর্তৃপক্ষ কোনও সিদ্ধান্ত নিলে তার প্রভাব ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে পড়লে তা অবশ্যই খতিয়ে দেখতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে শিক্ষা দফতরের আধিকারিকদের গোটা ব্যাপারটা খতিয়ে দেখে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। তারপরে আইসিএসই বোর্ডের সঙ্গে প্রিন্সিপাল সেক্রেটারিয়েটকে আলোচনায় বসতে বলা হবে বলে জানিয়েছেন পার্থবাবু।
সঠিক ইউনিফর্ম পরে না আসায় পড়ুয়াদের পোশাক খুলে নেওয়ার যে অভিযোগ বোলপুরের ওই বেসরকারি ইংরেজ মাধ্যম স্কুলের বিরুদ্ধে উঠেছে তা শুনে চমকে উঠেছেন এলাকাবাসী। কীভাবে স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের সঙ্গে এমন আচরণ করতে পারে তা নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।