
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হুগলির গোঘাট। জ্বালিয়ে দেওয়া হয়েছে পুলিশের গাড়ি।
বুধবার বিকেলে গোঘাটে একটি মারুতি গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে গোঘাটের পচাখালিতে আরামবাগ-মেদিনীপুর ৭ নম্বর রাজ্য সড়কে। স্থানীয়দের অভিযোগ, পুলিশকে খবর দেওয়া হলেও দেরি করে ঘটনাস্থলে আসে তারা। অথচ দুর্ঘটনার কিছুক্ষণ আগে পর্যন্ত ওই এলাকাতেই গাড়ি চেকিং করছিল পুলিশের গাড়ি। এমনটাই দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। বাইক আরোহীকে উদ্ধার করে কামারপুকুর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রাই।
এরপর সন্ধ্যার সময় এলাকায় আসে দুটি পুলিশের গাড়ি। আর তারপরেই কার্যত রণক্ষেত্রে চেহারা নেয় দুর্ঘটনাস্থল। উত্তেজিত জনতা পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। বেধড়ক মারধর করা হয় পুলিশকর্মীদেরও।