Latest News

পুজোর সময় শহর ভাসতে পারে বৃষ্টিতে, জানাল হাওয়া অফিস

দ্য ওয়াল ব্যুরো: খাতায় কলমে আজই রাজ্য থেকে বিদায় নিয়েছে বর্ষা। তবে এখনই বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছেন না বঙ্গবাসী। বরং পুজোর সময় বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা এবং শহরতলি। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ১১ থেকে ১৫ অক্টোবরের মধ্যে বৃষ্টি হতে পারে কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকাতেও। দক্ষিণ বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। আর এর ফলেই বৃষ্টি হতে পারে পুজোর সময়। স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকেই হতে পারে বৃষ্টি। এমনটাই জানিয়েছে, আলিপুর আবহাওয়া দফতর।

পুজোর আগেই হাওয়া অফিসের এমন পূর্বাভাস শুনে স্বভাবতই খানিকটা ব্যাকফুটে চলে গিয়েছে শহরবাসীর উৎসাহ। অনেকেই বলছেন নতুন পোশাক পড়ে বৃষ্টি ভেজার চেয়ে খারাপ আর কিছুই হতে পারে না। তবে তিলোত্তমা কলকাতা বরবরই উন্মাদনার শহর। তাই কাদা-জল এবং বৃষ্টির ভ্রূকুটি উপেক্ষা করেই প্রতিবারের মতো রাস্তায় নামবে মানুষের ঢল। এমনটাই মনে করছেন কলকাতার একটা বড় অংশ।

তবে পুজোর আনন্দ বৃষ্টির কারণে মাটি হবে নাকি উৎসাহী জনতা ভিড় জমাবে মণ্ডপে মণ্ডপে সেটা কিন্তু সময়ই বলবে।

You might also like