
তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’-র হিসাবনিকেশ নিয়ে পার্থ বাবুর কাছ থেকে কিছু তথ্য জানতে চায় সিবিআই। সে কারণেই এই জিজ্ঞাসাবাদ বলে সিবিআই সূত্রে খবর। এর আগে জাগোবাংলা নিয়ে সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যিনি অফিস সামলান, সেই বর্ষীয়ান মানিক মজুমদারকে জিজ্ঞসাবাদ করতে। সিজিও কমপ্লেক্সে ডেকে জেরা করা হয়েছে তৃণমূলের রাজ্যসভাপতি সুব্রত বক্সী এবং রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে। এ দিন এলেন পার্থবাবু।