Latest News

কালীপুজো থাকতে পারে রোদঝলমলে, যত বৃষ্টি কাল-পরশু

দ্য ওয়াল ব্যুরো: কালীপুজোয় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। বরং রোদঝলমলে আকাশ দেখবেন আমজনতা। জমিয়ে উপভোগ করবেন দীপাবলি উৎসব। তবে তার আগে শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার থেকে অবস্থার উন্নতি হবে আশ্বাস হাওয়া অফিসের।

বুধবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আজ বৃহস্পতিবার কিছুটা বেড়েছে বৃষ্টির পরিমাণ। প্রায় সারাদিনই নাগাড়ে ঝিরঝির করে বৃষ্টি চলছে। তবে শুক্রবার বৃষ্টির পরিমাণ এবং স্থায়িত্ব বাড়বে বলেই মত আবহবিদদের। আলিপুর হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে অবস্থান করছে সুস্পষ্ট নিম্নচাপ। তার জেরেই আগামী ২৪ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তর এবং দক্ষিণের বিভিন্ন জেলায়। কারণ বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প পূর্ণ বাতাস ঢোকার পরিমাণ বেড়েছে।

শুক্রবার ২৫ অক্টোবর দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা যেমন পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের মালদা, দুই দিনাজপুর এবং কোচবিহার ও আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ২৬ তারিখ শনিবার থেকে সে ভাবে আর কোনও সতর্কতা জারি নেই। বরং কমবে বৃষ্টির পরিমাণ। আর কালীপুজোতে পরিষ্কার আকাশ দেখা যাবে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের।

পড়ুন দ্য ওয়াল-এর পুজোসংখ্যার বিশেষ লেখা…

https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%89%e0%a6%aa%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a5-%e0%a6%93-%e0%a6%a4%e0%a7%8e%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%be/

You might also like