
দ্য ওয়াল ব্যুরো: সপ্তমীর রাতেই জেলায় জেলায় পুজো মণ্ডপগুলিতে হানা দিয়েছিলেন রাজ্য বিদ্যুৎ পর্ষদের আধিকারিকরা। আর তাতেই বিপাকে পড়তে হলো রাজ্যের প্রায় আড়াই হাজার পুজো কমিটিকে।
রাজ্য বিদ্যুৎ পর্ষদের এলাকাতে মোট ৬ হাজার ৭৭৪টি পুজো মণ্ডপ পরিদর্শনে গেছিলেন বিদ্যুৎ দফতরের আধিকারিকরা। তার মধ্যে ২ হাজার ৪৫৫ টি পুজো কমিটিকে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ পর্ষদ।
কেন?
আধিকারিকদের কথায়, কোনও পুজো কমিটি প্রয়োজনীয় অনুমতিই নেয়নি, কেউ আবার যত পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করবে বলে আবেদন করেছিল তার চেয়ে অনেক বেশি ব্যবহার করছে। রাজ্য বিদ্যুৎ পর্ষদের এক শীর্ষ আধিকারিক বলেন, “বেশ কিছু পুজো কমিটিকে জরিমানা করা হয়েছে ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করার জন্য।” মোট জরিমানার অঙ্ক ৫৫ লক্ষ ৮০ হাজার টাকা।
বিদ্যুৎ সরবরাহ করার জন্য সারা রাজ্যে ১ হাজার ৪৫০টি মোবাইল ভ্যান ব্যবহার করা হচ্ছে বলে বিদ্যৎ দফতর সূত্রে জানা গেছে। সপ্তমীর দিন সারা রাজ্যে ৫হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা ছিল বলে জানানো হয়েছে পর্ষদের তরফে।