
দ্য ওয়াল ব্যুরো: ছ’টি শর্তে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে সাময়িক রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে সিবিআইয়ের নোটিসকে চ্যালেঞ্জ করে মামলা করেছিলেন রাজীব কুমার। সেই মামলার শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি প্রতীকপ্রকাশ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ জানিয়েছে, আগামী ১২ জুনের মধ্যে দু’পক্ষকে হলফনামা জমা দিতে হবে। এর মধ্যে রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না। তবে নিম্নলিখিত শর্তগুলি মানতে হবে রাজীব কুমারকে-