
দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে কার্তিক ঠাকুর বসিয়ে গিয়েছিলে প্রতিবেশীরা। আপত্তি জানিয়েছিলেন বাড়ির মালিক। সেই নিয়ে বচসার সূত্রপাত। এরপর বাড়ির মালিককে গাছে বেঁধে পিটিয়ে, গলায় বিষ ঢেলে মেরে ফেলার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে। নিহতের নাম ফণী সাঁপুই (৪৮)।
দু’দিন আগে বাসন্তীর কুমড়োখালি গ্রামে ফণী সাঁপুইয়ের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলতে আসে স্থানীয় কয়েকজন যুবক। জানা গিয়েছে ফণীবাবুর ছোট ছেলের কয়েক মাস আগেই বিয়ে হয়েছে। সে কারণেই গ্রাম-বাংলার রেওয়াজ অনুযায়ী কার্তিক ফেলতে যায়। ফণীবাবুর পরিবারের অভিযোগ, ওই যুবকদের বারবার অনুরোধ করা হয় আর্থিক অবস্থা ভাল নয়। তাই পুজো করতে পারবেন না। কিন্তু নাছোরবান্দা যুবকদের দাবি ছিল, পুজো করে তাদের খাওয়াতে হবে।
গোটা ঘটনায় স্তম্ভিত এলাকার মানুষ। জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে একজন সিভিক ভলান্টিয়ারও রয়েছে। মঙ্গলবার সকালে ক্যানিং মহকুমা হাসপাতালে মৃত্যু হয় ফণী সাঁপুইয়ের। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।