
দ্য ওয়াল ব্যুরো: গত সোমবারই দলের বিক্ষুব্ধ নেতাদের নিয়ে বনগাঁয় পিকনিকের মোডে মেতেছিলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। তার এক সপ্তাহের মাথায় ফের আরেক পিকনিকের আয়োজন করলেন তিনি। এবার স্থান গোবরডাঙা।
রবিবার নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষ্যে গোবরডাঙায় এক পিকনিকের আয়োজন করেন শান্তনু ঘনিষ্ঠরা। এই পিকনিকে উজ্জ্বল উপস্থিত ছিলেন শান্তনু ঠাকুর। তবে বনগাঁর পিকনিকে উপস্থিতের তালিকায়, রীতেশ তিওয়ারি, সায়ন্তন বসু, জয়প্রকাশ মজুমদার, অশোক কীর্তনিয়া সহ অনেকেই এই পিকনিকে থাকবেন কিনা তা জানা যায়নি এখনও। উল্লেখযোগ্যভাবে এরা সকলেই বিজেপির রাজ্য কমিটি থেকে বাদ পড়েছেন।
রবিবার সকাল থেকেই প্রস্তুতি শুরু এই পিকনিকের। ভাত, ডাল, চিকেন, মাছ ইত্যাদি সহযোগে আনন্দে মাতেন শান্তনুরা। শুধু তাই নয় এর পেছনেও আছে যে অন্য সমীকরণ।
দিন কয়েক ধরেই এই বিক্ষুব্ধ বিজেপি নেতারা এক জোট হওয়ার চেষ্টা করছেন। আগের পিকনিকের পর দ্বিতীয় পিকনিকের পেছনে এমনই এক উদ্দেশ রয়েছে তা বলাই যায় বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।