

সিকিম বনদফতরের তরফে জানানো হয়েছে এর আগে গত বছর ৬ ডিসেম্বর ট্র্যাপ ক্যামেরায় দু’বার ধরা পড়েছিল বাঘের ছবি। তবে তারপ্র আর তাদের হদিশ মেলেনি। কিন্তু এ বার উত্তর সিকিমের ওই জঙ্গল এলাকায় লাগানো ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে রয়্যাল বেঙ্গলের ছবি। সমুদ্রপৃষ্ঠ থেক এত উঁচুতে বাঘের সন্ধান মেলায় স্বভাবতই খুশি বনদফতরের কর্মীরা।
গত ডিসেম্বরে নেওড়া এলাকায় দেখা গিয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার। এবং এ বার দেখা গিয়েছে পাংগোলাখায়। এই দু’টি রয়্যাল বেঙ্গল টাইগার একই বাঘ কি না এখন সে ব্যাপারেই ছানবিন চালাচ্ছেন বনদফতরের কর্মীরা। কারণ গত ছ’মাসে ওই এলাকায় নতুন করে কোনও বাঘের ছবি ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েনি।
কিন্তু পাহাড়ের এত উচ্চতায় রয়্যাল বেঙ্গল টাইগার কী ভাবে থাকা সম্ভব? এ বিষয়ে অবশ্য বিশেষজ্ঞরা বলছেন, পাংগোলাখায় প্রচুর পরিমাণে বাঘের প্রিয় খাবার চমরি গাই রয়েছে। সম্ভবত এই খাবারের টানেই পাহাড়ের এত উঁচুতে এসে আস্তানা গেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগার।