
একটি সূত্রে খবর, রবিবার দুপুরেই মুম্বইয়ের উদ্দেশে রওনা হবেন মোদী। সম্ভবত তিনি প্রথমে যাবেন সুরসম্রাজ্ঞীর বাড়িতে। সেখানে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন। লতা মঙ্গেশকরের মৃত্যুর খবর জানা যাওয়ার অল্পক্ষণের মধ্যে মোদী টুইট করেন, “এই শোক ভাষায় প্রকাশ করা যায় না।”
Will be leaving for Mumbai in some time to pay my last respects to Lata Didi.
— Narendra Modi (@narendramodi) February 6, 2022
পরে তিনি লেখেন, “লতা দিদি আমাদের ছেড়ে গিয়েছেন। তাঁর মৃত্যুতে এমন এক শূন্যস্থান সৃষ্টি হল যা পূরণ হওয়ার নয়। আগামী প্রজন্ম তাঁকে ভারতীয় সংস্কৃতির স্তম্ভ হিসাবে মনে রাখবে। মানুষকে তিনি সুরের জাদুতে মন্ত্রমুগ্ধ করে রাখতেন। এক্ষেত্রে তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী।”