Latest News

সোশ্যাল ডিসট্যান্স মেনে বাড়িতে থাকবেন শাহরুখ-প্রিয়াঙ্কা-লেডি গাগা, হবে লাইভ শো ‘ওয়ান ওয়ার্ল্ড: টুগেদার অ্যাট হোম’

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের গ্রাসে তছনছ হয়ে গিয়েছে সারা বিশ্ব। ইউরোপীয় দেশ বিশেষ করে ইতালি এবং স্পেনে মড়ক লেগেছে। একই অবস্থা ফ্রান্স-জার্মানি এবং অন্যান্য দেশের। ভয়াবহ অবস্থা মার্কিন মুলুকে। ভারতেও থাবা বসিয়েছে নোভেল করোনাভাইরাস। বিশ্ব জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা। পাল্লা দিচ্ছে মৃতের সংখ্যাও।

সংক্রমণ রুখতে সারা পৃথিবীতে চলছে লকডাউন। বিভিন্ন দেশে তৈরি হয়েছে করোনা মোকাবিলা ফান্ড। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা মোকাবিলা তহবিলের জন্য পারফর্ম করতে চলেছেন বিশ্বের তাবড় তারকারা। হলিউড স্টারদের সঙ্গে এই তালিকায় নাম রয়েছে দুই ভারতীয়র। বিদেশের মাটিতে হলিউড তারকাদের তুলনায় এই দুই অভিনেতার জনপ্রিয়তা কোনও অংশে কম নয়। তাঁদের মধ্যে একজন শাহরুখ খান। অন্যজন প্রিয়াঙ্কা চোপড়া।

গ্লোবাল সিটিজেনের তরফে ‘হু’-এর করোনা মোকাবিলা ফান্ডের জন্য আয়োজিত হতে চলেছে একটি ইভেন্ট। যাঁর নাম ‘ওয়ান ওয়ার্ল্ড: টুগেদার অ্যাট হোম’। আগামী ১৮ এপ্রিল হবে এই অনুষ্ঠান। সোশ্যাল ডিসট্যান্স বজায় রেখে তারকারা নিজেদের বাড়িতে থেকেই করোনা-যোদ্ধা চিকিৎসক-নার্স, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য সকলকেই ধন্যবাদ জানাবেন। সাধারণ মানুষকেও এই ইভেন্টে সামিল হওয়ার আবেদন জানিয়েছে গ্লোবাল সিটিজেন।

শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও এই অনুষ্ঠানে সামিল হবে লেডি গাগা। থাকবেন করোনায় আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে থাকা বিখ্যাত ফুটবলার ডেভিড বেকহ্যাম ও আরও অনেকেই। মূলত বিশ্বজুড়ে করোনা মোকাবিলায় নিরলস পরিশ্রম করা সকলকে ধন্যবাদ জানাতেই এই ঐতিহাসিক লাইভ ইভেন্টের আয়োজন করা হয়েছে।

সারা বিশ্বে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৫,৭৫৮ জনের। আক্রান্তের মোট সংখ্যা ১৩,৫৬,২৯২। সুস্থ হয়ে উঠেছেন ২,৯০,৫৫৪ জন।

You might also like