Latest News

২৪ ঘণ্টায় দ্বিতীয় হামলার ঘটনা শ্রীনগরে, জঙ্গির গুলিতে মৃত এক

দ্য ওয়াল ব্যুরো: থামছেই না উপত্যকার (Jammu & Kashmir) জঙ্গি হামলার (Terror Attack) ঘটনা। রবিবারের পর ফের সোমবার জঙ্গির গুলিতে নিহত হলেন একজন। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে জম্মু ও কাশ্মীরে।

জানা গেছে মৃত ব্যক্তির নাম মহম্মদ ইব্রাহিম। শ্রীনগরের একটি কাশ্মীরি পন্ডিতের দোকানে হামলা চালায় জঙ্গিরা। সেইসময় দোকানে উপস্থিত ছিলেন কর্মচারী ইব্রাহিম। সোমবার দোকানের মধ্যেই গুলিতে তাঁকে বঝাঁঝরা করে দেয় জঙ্গিরা। এই নিয়ে ২৪ ঘন্টায় দুটি জঙ্গি হামলার ঘটনা ঘটল উপত্যকার রাজধানীতে। রবিবার জঙ্গিদের গুলিতে প্রাণ হারান এক পুলিশ কর্মী।

আরও পড়ুন: আমেরিকার পর ব্রিটেন, কোভ্যাকসিন নিলেও ইংল্যান্ড সফরে যেতে পারবেন ভারতীয়রা

স্থানীয় সূত্রে খবর, মহম্মদ ইব্রাহিমের বাড়ি বানিপোড়া জেলায়। গুলিতে আহত হওয়ার পরেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করে। ২৯ বছর বন্ধ থাকার পর ওই দোকানটি ২০১৯ সালে শুরু করেন ইব্রাহিম।

এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। একের পর এক এহেন ঘটনা চিন্তায় রাখছে পুলিশ প্রশাসনকে। রাজ্যের সংখ্যালঘু ও পরিযায়ী শ্রমিকদের ওপর জঙ্গি হামলার ঘটনা চলছে বেশ কয়েকদিন ধরে। গত মাসেই ১১ জনের মৃত্যু হয়েছে। সেই মিছিল চলছে এখনও।

বাড়ানো হয়েছে উপত্যকার নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ৫ হাজার সেনা। সন্দেহের আধারে ৯০০ জনেরও বেশি লোককে আটক করা হয়েছে। এরমধ্যে ১১টি এনকাউন্টারে ১৭ জঙ্গি নিহত হয়েছে।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা ‘সুখপাঠ’

You might also like