Latest News

দু’জন নয়, আনিসের বাড়ি গিয়েছিলেন ৯ পুলিশ! সিটকে জানিয়েছে আমতা পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: আনিস খান (Anis Khan) হত্যাকাণ্ডে নয়া মোড়। সামনে এল চাঞ্চল্যকর তথ্য। ঘটনার দিন আনিসের বাড়িতে চারজন না, নয়জন পুলিশকর্মী গিয়েছিলেন!

চারজন বাড়ির মধ্যে ঢুকেছিল বলে জানা গিয়েছিল আগেই। এবার জানা গেল বাকি আরও পাঁচজন পুলিশকর্মী ছিল বাড়ির সামনেই। জানা গেছে, যাঁরা ওপরে উঠেছিল তাঁদের মধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

আনিস কাণ্ডে তদন্তে নেমেছে সিট। জিজ্ঞাসাবাদ চলছে আমতা থানার পুলিশকর্মীদের। সেই জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই সামনে এসেছে নয়জনের কথা। পুলিশ সূত্রে খবর, আনিস হত্যাকাণ্ডের কয়েকদিন আগে তাঁরই এক ফেসবুক পোস্ট ঘিরে উত্তেজনার সৃষ্টি। পাশাপাশি, আনিসের বিরুদ্ধে হওয়া আগের কিছু মামলায় তাঁকে খুঁজতে বাড়ি গিয়েছিলেন পুলিশ কর্মীরা।

সূত্রের খবর, আনিসের খোঁজে যখন পুলিশকর্মীরা তাঁর বাড়িতে আসেন, তখন পুলিশের থেকে বাঁচতে তিনতলায় উঠে যান তিনি। বাড়ির মধ্যে আনিসের খোঁজে ঢোকেন দুই হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্য। তাঁদের দেখেই তিনতলার কার্নিশ বেয়ে নামতে যান আনিস। সেই সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে খবর।

You might also like