
জানা গেছে, এদিন কিন্নরের রেকং পিও-শিমলা হাইওয়েতে বেলা পৌনে একটা নাগাদ হঠাৎই ধস নামে। ধ্বংসস্তূপে পড়ে যায় একটি ট্রাক, একটি সরকারি বাস এবং বেশ কিছু অন্যান্য গাড়ি।
ইন্দো টিবেটান বর্ডার পুলিশের (আইটিবিপি) কয়েকটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। যুদ্ধকালীন তৎপরতায় তাঁরা উদ্ধারকাজ শুরু করেছে বলে খবর।
কিন্নরের ডেপুটি কমিশনার আবিদ হুসেন সাদিক জানিয়েছেন, ৪০-এর বেশি লোক চাপা পড়ে আছে। কারণ যে রাজ্য সরকারি বাসটি ধ্বংসস্তূপে চাপা পড়েছে তাতেই যাত্রী ছিলেন অন্তত ৪০ জন। বাসটি রেকং পিও থেকে শিমলার দিকে যাচ্ছিল। তখনই মাঝ রাস্তায় ধস নামে।
উদ্ধার কার্যে জন্য সেনাবাহিনীকে ডাকা হয়েছে। ন্যাশানাল ডিজাস্টার রেসপন্স ফোর্সও ঘটনাস্থলে পৌঁছেছে। স্থানীয়রাও উদ্ধার কার্যে হাত লাগিয়েছেন। ওই এলাকায় পাহাড় থেকে এখনও ছোট ছোট পাথর গড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন ডেপুটি কমিশনার।
গত কয়েকদিন ধরেই হিমাচল প্রদেশের একাধিক পাহাড়ি এলাকায় ধস নামছে। প্রবল বর্ষণের জেরেই এমনটা হচ্ছে।