Latest News

‘লেডি ব্রা’ খুলে নেওয়া হল, দ্য ওয়ালের খবরে নড়ে বসল ব্রেবোর্ন কলেজ, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: ব্রেবোর্ন কলেজের গেট থেকে নামের বাকি অক্ষরগুলিও এবার খুলে দেওয়া হল। দ্য ওয়ালের খবরের পরেই এই সিদ্ধান্ত নিল কলেজ কর্তৃপক্ষ।

লেডি ব্রেবোর্ন কলেজের দ্বিতীয় গেট থেকে নামের কিছু অক্ষর উধাও হয়ে গিয়েছিল কিছুদিন আগে। দেখা যাচ্ছিল কেবল ব্রেবোর্নের প্রথম তিন অক্ষর, বি আর এ (BRA)। ব্রেবোর্নের এই ‘ব্রা’ হয়ে যাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক শুরু হয়েছিল। একটি মেয়েদের কলেজের এমন নাম দেখে হাসি ঠাট্টাও কম হয়নি।

এরপর দ্য ওয়ালের প্রতিনিধিকে লেডি ব্রেবোর্ন কলেজের প্রিন্সিপাল জানিয়েছিলেন, কলেজের দ্বিতীয় গেটে এমন নাম-বিভ্রাট নজরে আসতেই পদক্ষেপ করা হয়েছে। স্থানীয় বেনিয়াপুকুর থানায় করা হয়েছে এফআইআর। ওই ভারী মেটালের অক্ষরগুলি কেউ বা কারা চুরি করে নিয়েছে বলেই অভিযোগ ছিল কলেজের।

শনিবার দেখা গেল নামের বাকি যে’কটি অক্ষর দেখা যাচ্ছিল সেগুলিও খুলে দেওয়া হয়েছে। যতদিন না সবকটি অক্ষর বসানো হচ্ছে ততদিন এই অবস্থাতেই থাকবে কলেজের ওই দ্বিতীয় গেট। মূল ফটকে অবশ্য কোনও সমস্যা নেই।

You might also like