Latest News

করোনা: ‘সাংঘাতিক খবরে’ ঘুম ভাঙল চিদম্বরমের, টুইটে তোপ কেন্দ্রকে

"এই লকডাউনের ফলে অর্থনীতির অনেক সমস্যা হবে। কিন্তু এই মুহূর্তে অর্থনীতির থেকে বেশি গুরুত্বপূর্ণ মানুষের জীবন। অর্থনীতিকে ফের ফিরিয়ে আনা যাবে, কিন্তু জীবন নয়। আর এই লকডাউনের সিদ্ধান্ত নিতে অনেক বেশি দেরি করে ফেলেছে কেন্দ্রীয় সরকার।"

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস মোকাবিলায় ফের একবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম। বললেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা করার চারদিন পরেও কেন তৈরি হল না স্পেশ্যাল টাস্ক ফোর্স। সরকার কি তবে এই পরিস্থিতি মোকাবিলা করতে উদাসীন।

মঙ্গলবার সকালে টুইট করে চিদম্বরম বলেন, “সকালে সাংঘাতিক খবরে ঘুম ভাঙল। প্রধানমন্ত্রীর ঘোষণার পর চারদিন পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও তাঁর প্রতিশ্রুতি মতো স্পেশ্যাল টাস্ক ফোর্স গঠন করতে পারেনি সরকার।”

চিদম্বরম কটাক্ষ করেন অর্থমন্ত্রককেও। তিনি বলেন, “অর্থমন্ত্রক টাস্ক ফোর্সের দায়িত্ব নিতে অস্বীকার করছে। তাহলে কেন অর্থমন্ত্রী ফোন করে একথা প্রধানমন্ত্রীকে জানাচ্ছেন না। এটাই কি এই সরকারের কাজের পদ্ধতি।”

গত সপ্তাহে জাতির উদ্দেশে ভাষণে এই স্পেশ্যাল টাস্ক ফোর্স গঠনের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “এই দেশে করোনাভাইরাসের ফলে অর্থনীতির উপর বিরাট প্রভাব পড়েছে। কিন্তু সেটা কতটা তা আমরা এখনও জানি না। তাই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের নেতৃত্বে একটি স্পেশ্যাল টাস্ক ফোর্স গঠন করা হবে। এর নাম দেওয়া হবে কোভিড ১৯ ইকোনমিক রেসপন্স টাস্ক ফোর্স। এই টাস্ক ফোর্সই পুরোটা দেখবে। অর্থনীতির ক্ষেত্রে যা যা সমস্যা হচ্ছে, তা মেটানোর চেষ্টা করবে এই টাস্ক ফোর্স।”

সেই ভাষণে মোদী আরও বলেন, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জন্য অনেক সমস্যা তৈরি করেছে এই কোভিড ১৯। তাই ব্যবসায়ী ও উচ্চবিত্ত মানুষদের কাছে এই পরিস্থিতিতে নিজের কর্মীদের প্রতি মানবিক ও সংবেদনশীল হওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি।

সোমবার দেশের ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে লকডাউনের ঘোষণা করেছে কেন্দ্র। এই ঘোষণা করতেও মোদী সরকার দেরি করে ফেলেছে বলে অভিযোগ প্রাক্তন অর্থমন্ত্রীর। তিনি বলেন, “এই লকডাউনের ফলে অর্থনীতির অনেক সমস্যা হবে। কিন্তু এই মুহূর্তে অর্থনীতির থেকে বেশি গুরুত্বপূর্ণ মানুষের জীবন। অর্থনীতিকে ফের ফিরিয়ে আনা যাবে, কিন্তু জীবন নয়। আর এই লকডাউনের সিদ্ধান্ত নিতে অনেক বেশি দেরি করে ফেলেছে কেন্দ্রীয় সরকার। সবাই যখন এতদিন ধরে এই লকডাউনের আবেদন করছিল, তখন কেন্দ্র তাতে কান দেয়নি। কিন্তু শেষ পর্যন্ত সেটাই করতে হল।”

তবে শেষ পর্যন্ত এই লকডাউনের সিদ্ধান্ত খুশি চিদম্বরম। তাঁর বক্তব্য, এই পরিস্থিতিতে সব বিরোধী দলই কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে চাইছে। কিন্তু মোদী সরকারই বিরোধীদের যুক্তি শুনছে না বলেও অভিযোগ তাঁর।

You might also like