Latest News

কিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়ায় ভারতের কোভিড ১৯ ডাবলিং রেট কমেছে: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

এই ডাবলিং রেট কমার জন্য কয়েকটি রাজ্যই দায়ী বলে জানিয়েছেন লব আগরওয়াল। তিনি বলেন, “সব রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়েছে তা নয়। কিছু রাজ্য যেমন মহারাষ্ট্র, গুজরাত, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, দিল্লি প্রভৃতি রাজ্যে গত কয়েক দিনে আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে। তাই ডাবলিং রেট কমেছে।”

দ্য ওয়াল ব্যুরো: ভারতে গত কয়েক দিনে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী গত কয়েক দিন প্রায় প্রতিদিনই ২০০০ এমনকি ৩০০০ জনের বেশি মানুষকেও নতুন করে আক্রান্ত হতে দেখা গিয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৩৯০ জন। আর এই আক্রান্তের সংখ্যা বাড়ার ফলেই ভারতে কোভিড ১৯ ডাবলিং রেট বা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হওয়ার সময় কমেছে বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

শুক্রবার সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল বলেন, “আমরা সাধারণত এক সপ্তাহের হিসেবে এই ডাবলিং রেট দেখে থাকি। গত কয়েক দিন ভারতে আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে। তাই ডাবলিং রেট কমেছে। কয়েক দিন আগে আমাদের ডাবলিং রেট ছিল ১২ দিন। সেটাই এখন ১০ দিন হয়েছে।”

এই ডাবলিং রেট কমার জন্য কয়েকটি রাজ্যই দায়ী বলে জানিয়েছেন লব আগরওয়াল। তিনি বলেন, “সব রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়েছে তা নয়। কিছু রাজ্য যেমন মহারাষ্ট্র, গুজরাত, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, দিল্লি প্রভৃতি রাজ্যে গত কয়েক দিনে আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে। তাই ডাবলিং রেট কমেছে।”

এর মধ্যেই মহারাষ্ট্র, গুজরাত ও দিল্লিতে গিয়েছিলেন লব আগরওয়াল। সেখানে গিয়ে সরেজমিনে পরিস্থিতি দেখে এসেছেন তিনি। কী ভাবে এই পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব হবে, সে ব্যাপারেও সংশ্লিষ্ট রাজ্যগুলির সঙ্গে কথা হয়েছে তাঁর। লব আগরওয়াল বলেন, “যেসব রাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেখানে কী ভাবে সেই সংখ্যা কমানো যাবে, তা নিয়ে আমাদের কথা হয়েছে। কন্টেইনমেন্ট খুব কড়াভাবে করতে হবে। সেইসঙ্গে সেখানকার মানুষকেও পরিস্থিতির গুরুত্ত্ব বুঝতে হবে। আমাদের মাথায় রাখতে হবে প্রতিদিন এই ডাবলিং রেট বাড়ানো আমাদের প্রধান লক্ষ্য।”

আরও পড়ুন করোনা অতিমহামারীর ফলে ভারতের আর্থিক বিকাশ হবে শূন্য, আশঙ্কা মুডিজের

তবে বর্তমান পরিস্থিতির উপর বিচার করে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা কোথায় পৌঁছতে পারে তার হিসেব করা সম্ভব নয় বলেই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব। তিনি বলেন, “অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করে এই অ্যানালিসিস করা হয়ে থাকে। আজ যে অবস্থা কাল তা নাও থাকতে পারে। তাই কী হতে পারে সেটার থেকে যাতে তা না হয়, তার জন্য কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, সেদিকেই লক্ষ্য রাখতে হবে আমাদের।”

You might also like