
কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার বলেছেন মুদাসির পণ্ডিত নিকেশ করায় সোপোরের সাধারণ মানুষ শান্তি পাবেন। গত কয়েক মাসে এই লস্কর জঙ্গিই সমগ্র উত্তর কাশ্মীরের ত্রাস হয়ে উঠেছিল।
গত সপ্তাহেই কাশ্মীরে জঙ্গি হানায় দুই পুলিশকর্মী ও এক সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছিল। এখনও অনেক জখম হাসপাতালে চিকিত্সাধীন। সেই ঘটনা মুদাসির পণ্ডিতই ঘটিয়েছিল বলে দাবি পুলিশের।
দীর্ঘদিন ধরে মুদাসিরকে খুঁজছিল পুলিশ। জানা গিয়েছে, শুধু গত সপ্তাহের ঘটনা নয়। চলতি বছরের মার্চে দুই মিউনিসিপ্যাল কাউন্সিলরকে খুনের ঘটনায়ও মূল মাথা ছিল এই মুদাসির পণ্ডিত।