Latest News

লস্করের শীর্ষ মাথা মুদাসির পণ্ডিতকে নিকেশ করল সেনাবহিনী, জঙ্গি দমনে বড় সাফল্য

দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরে জঙ্গি নিকেশে বড় সাফল্য পেল সেনাবাহিনী এবং পুলিশ। সোমবার কাক ভোরে নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে সোপরে অপারেশন চালায় যৌথ বাহিনী। সেখানেই লস্কর-ই-তৈবার বড় মাথা মুদাসিরকে নিকেশ করা হয়। সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছে আরও তিন লস্কর জঙ্গি।

কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার বলেছেন মুদাসির পণ্ডিত নিকেশ করায় সোপোরের সাধারণ মানুষ শান্তি পাবেন। গত কয়েক মাসে এই লস্কর জঙ্গিই সমগ্র উত্তর কাশ্মীরের ত্রাস হয়ে উঠেছিল।

গত সপ্তাহেই কাশ্মীরে জঙ্গি হানায় দুই পুলিশকর্মী ও এক সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছিল। এখনও অনেক জখম হাসপাতালে চিকিত্‍সাধীন। সেই ঘটনা মুদাসির পণ্ডিতই ঘটিয়েছিল বলে দাবি পুলিশের।

দীর্ঘদিন ধরে মুদাসিরকে খুঁজছিল পুলিশ। জানা গিয়েছে, শুধু গত সপ্তাহের ঘটনা নয়। চলতি বছরের মার্চে দুই মিউনিসিপ্যাল কাউন্সিলরকে খুনের ঘটনায়ও মূল মাথা ছিল এই মুদাসির পণ্ডিত।

You might also like