
দ্য ওয়াল ব্যুরো: দেশে তৃতীয় টিকা হিসেবে রাশিয়ার স্পুটনিক ভি চলে এল আজ থেকেই। শুক্রবার টিকার প্রথম ডোজ নিলেন ডক্টর রেড্ডিস ল্যাবোরেটরির কাস্টম ফার্মা সার্ভিসের প্রধান দীপক সাপরা। তবে সার্বিকভাবে স্পুটনিকের টিকাকরণ শুরু হবে আগামী সপ্তাহ থেকে।
পুণের সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের পরে তৃতীয় টিকা হিসেবে রাশিয়ার স্পুটনিক ভি-কেই ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থা। রুশ কোম্পানি গ্যামেলিয়া রিসার্চ ইনস্টিটিউটের তৈরি স্পুটনিক ভি টিকা ভারতে তৈরির জন্য চুক্তিবদ্ধ হয়েছে ডক্টর রেড্ডিস ল্যাবরেটরি। রাশিয়ার ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের তত্ত্বাবধানে ডক্টর রেড্ডিসে এই টিকার ট্রায়াল হয়েছে। ভারতীয়দের শরীরে রুশ টিকা কতটা কার্যকরী হচ্ছে সে রিপোর্টও জমা দিয়েছেন ডক্টর রেড্ডিসের বিশেষজ্ঞরা। সেই রিপোর্ট দেখেই জরুরি অবস্থার ভিত্তিতে স্পুটনিক ভি টিকাকে ছাড়পত্র দেওয়া হয়েছে ভারতে।
First doses of #SputnikV administered in India. On the picture Deepak Sapra, Global Head of Custom Pharma Services at @drreddys Laboratories is getting a shot of Sputnik V in Hyderabad. ✌️ pic.twitter.com/iBbTeB2DmT
— Sputnik V (@sputnikvaccine) May 14, 2021
রেড্ডিস জানাচ্ছে, আমদানি করা টিকার সঙ্গে ৫ শতাংশ জিএসটি জুড়ে গেছে। তাই একটি টিকার ডোজের দাম পড়ছে ৯৯৫ টাকা ৪০ পয়সা। তবে ভারতে টিকার উৎপাদন শুরু হয়ে গেলে দাম অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
সংস্থার আধিকারিক দীপক সাপরা বলছেন, দেশে করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে বেড়ে চলেছে তাতে খুব দ্রুত টিকাকরণে গতি আনতে হবে। দেশের ৬টি ইউনিটে রাশিয়ার টিকার উৎপাদন হবে। টিকার ডোজ তৈরি হতে আরও মাস দুয়েক সময় লাগবে। তাই প্রথম দফায় রাশিয়া থেকে আসা টিকার ভায়ালই বিতরণ করা হবে। দেশের ৬টি ইউনিটের মধ্যে প্রথম দুটি টিকার ডোজ সরবরাহ করতে পারে জুন-জুলাই নাগাদ। পরের দফায় অগস্টে আরও দুটি ইউনিট টিকার ডোজ সরবরাহ করবে। প্রতিটি দফায় উৎপাদন বাড়ানো হবে। সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে কয়েক কোটি টিকার ডোজ তৈরি হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।
রেড্ডিস আরও জানিয়েছে, এ বছরেই অন্তত ১২ থেকে ১৩ কোটি মানুষকে রুশ টিকার দুটি ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অন্যান্য বিদেশি ভ্যাকসিনের তুলনায় রুশ টিকার দাম কম রাখারই চেষ্টা করা হবে।