Latest News

করোনা রোগীদের পাশেই পড়ে একাধিক মৃতদেহ, মুম্বইয়ের হাসপাতালের ভিডিও ভাইরাল

হাসপাতালের অব্যবস্থার দিকে আঙুল তুলেছেন সবাই। কী ভাবে এই গাফিলতি হয়েছে, তা নিয়ে চলছে সমালোচনা। সবার অভিযোগ, যে রাজ্য ও শহরে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবথেকে বেশি সেখানে কী ভাবে একটা হাসপাতালে এভাবে করোনা রোগীদের পাশে মৃতদেহ ফেলে রাখা যায়। এতে তো আরও বেশি সংক্রমণ ছড়াতে পারে।

দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালের করোনা ওয়ার্ডে শুয়ে রয়েছেন রোগীরা। তাঁদের পাশেই অন্য বেডে পড়ে রয়েছে মৃতদেহ। সম্প্রতি এমনই ভয়ানক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মুম্বইয়ের হাসপাতালের এই ভিডিও প্রকাশের পর থেকে শুরু হয়েছে সমালোচনা।

ভিডিওটি মুম্বইয়ের সিওন হাসপাতালের। ৫৭ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে হাসপাতালের করোনা ওয়ার্ডে বেডে শুয়ে রয়েছেন আক্রান্ত রোগীরা। কারও মুখে অক্সিজেন মাস্ক পরা। আর তার আশেপাশেই দেখা যাচ্ছে কালো রংয়ের ব্যাগে মোড়ানো রয়েছে মৃতদেহ। কোনও রোগীর পাশে, তো কোনও রোগীর পায়ের দিকে রয়েছে এই মৃতদেহগুলি। অন্তত সাতটি মৃতদেহ পড়ে রয়েছে। তার মধ্যেই রোগীদের সঙ্গে দেখা করতে আসছেন তাঁদের পরিবার। মৃতদেহগুলির দিকে তাকাচ্ছেন না কেউ।

মহারাষ্ট্রের বিরোধী দল বিজেপির বিধায়ক নীতীশ রাণে এই ভিডিও শেয়ার করেছেন টুইটারে। সেখানে তিনি লিখেছেন, “সিওন হাসপাতালে মৃতদেহের পাশেই শুয়ে থাকতে হচ্ছে করোনা রোগীদের। এটা সাংঘাতিক। এটা কোন ধরনের প্রশাসন। খুবই লজ্জার।” এই হাসপাতাল পরিচালনার দায়িত্ব রয়েছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যালিটির উপর।

এই ভিডিও প্রকাশ হওয়ার পরে হাসপাতালের ডিন প্রমোদ ইঙ্গালে সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, “কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে মারা যাওয়ার পরে অনেকের মৃতদেহ পরিবারের লোক নিতে চাইছেন না। তার ফলেই সেগুলি ওভাবে রাখা হয়েছে। আমরা এখন দেহগুলিকে সরিয়ে দিয়েছি। ঘটনার তদন্ত হচ্ছে।”

আরও পড়ুন দেশে সুস্থ হয়ে উঠেছেন ১৫২৬৭ জন, ভারতে কোভিড ১৯-এ সুস্থতার হার প্রায় ২৯ শতাংশ

প্রশ্ন উঠছে পরিবারের লোক না নিতে চাইলেও মৃতদেহগুলি তো হাসপাতালের মর্গেও রাখা যেত। তাতে প্রমোদ ইঙ্গালে বলেন, “আমাদের হাসপাতালের মর্গে ১৫টি দেহ রাখার ব্যবস্থা রয়েছে। তারমধ্যে ১১টি ভর্তি। এত দেহ রাখতে গেলে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ও অন্য কারণে মৃতদের দেহ গুলিয়ে যেতে পারে। তাই রাখা হয়নি।”

হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, যেভাবে মৃতদেহগুলি ব্যাগে মুড়ে রাখা হয়েছিল, তাতে সংক্রমণ ছড়ানোর কোনও সম্ভাবনা নেই। কারণ একবার ব্যাগে মুড়ে ফেলার পরে আর সংক্রমণ ছড়ায় না। কিন্তু এই সাফাইয়ের পরেও হাসপাতালের অব্যবস্থার দিকে আঙুল তুলেছেন সবাই। কী ভাবে এই গাফিলতি হয়েছে, তা নিয়ে চলছে সমালোচনা। সবার অভিযোগ, যে রাজ্য ও শহরে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবথেকে বেশি সেখানে কী ভাবে একটা হাসপাতালে এভাবে করোনা রোগীদের পাশে মৃতদেহ ফেলে রাখা যায়। এতে তো আরও বেশি সংক্রমণ ছড়াতে পারে। হাসপাতাল কর্তৃপক্ষ কি সেটা জানেন না।

এখনও পর্যন্ত মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ১৬৭৫৮। তার মধ্যে মুম্বইয়েই আক্রান্তের সংখ্যা ১০৭১৪। বাণিজ্য নগরীতেই মারা গিয়েছেন ৪০০-র উপর মানুষ।

You might also like