
দ্য ওয়াল ব্যুরো: অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকার ফর্মুলায় কোভিশিল্ড ভ্যাকসিন তৈরি করার পরে এবার রুশ টিকা স্পুটনিক ভি উৎপাদনের অনুমতি চাইল সেরাম ইনস্টিটিউট। কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থার কাছে সেরাম প্রস্তাব দিয়েছে, স্পুটনিক ভি টিকার পরীক্ষা ও পর্যবেক্ষণ করতে চায় তারা। দেশে রুশ টিকার পরীক্ষামূলক প্রয়োগ করেছে একমাত্র ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরি। এবার সেই অনুমতি চাইল সেরামও।
কোভিশিল্ড টিকার উৎপাদনের দায়িত্বে আছে সেরাম। অ্যাস্ট্রজেনেকার সঙ্গে চুক্তির ভিত্তিতে বছরে কয়েক কোটি ডোজ তৈরির লক্ষ্য মাত্রা আছে পুণের এই ফার্মাসিউটিক্যাল কোম্পানির। টিকার ঘাটতি নিয়ে নানা অভিযোগের মুখে সারম কর্তা আদর পুনাওয়ালা বলেছেন, জুন মাসের মধ্যে কোভিশিল্ড ভ্যাকসিনের আরও ১০ কোটি ডোজ তৈরি করে ফেলা হবে। তবে পাশাপাশি, স্পুটনিক ভি টিকাও উৎপাদন করতে তারা ইচ্ছুক। দেশের দুই সংস্থা টিকার উৎপাদন করলে জোগান আরও বাড়বে বলেই মত সেরাম কর্তার।
রাশিয়া থেকে প্রথম দফায় স্পুটনিক ভি টিকা চলে এসেছে দেশে। ১৪ তারিখ প্রথম টিকার ডোজ দেওয়া হয় ডক্টর রেড্ডিসের আধিকারিক দীপক সাপরাকে। রাশিয়া থেকে যত ডোজ এসেছে এখন সেটাই বিতরণ করা হবে রাজ্যগুলিতে। এরপরে দেশেই রুশ টিকার উৎপাদন করবে ডক্টর রেড্ডিস ল্যাবরেটরি। দেশের ৬টি ইউনিটে তৈরি হবে ভ্যাকসিনের ডোজ। রেড্ডিস জানিয়েছে, আমদানি করা টিকার সঙ্গে ৫ শতাংশ জিএসটি জুড়ে গেছে। তাই একটি টিকার ডোজের দাম পড়ছে ৯৯৫ টাকা ৪০ পয়সা। তবে ভারতে টিকার উৎপাদন শুরু হয়ে গেলে দাম অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। ৬টি ইউনিটের মধ্যে প্রথম দুটি টিকার ডোজ সরবরাহ করতে পারে জুন-জুলাই নাগাদ। পরের দফায় অগস্টে আরও দুটি ইউনিট টিকার ডোজ সরবরাহ করবে। প্রতিটি দফায় উৎপাদন বাড়ানো হবে। সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে কয়েক কোটি টিকার ডোজ তৈরি হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। এবার দেখা যাক, আদর পুনাওয়ালার সংস্থাও রুশ টিকা তৈরির বরাত পায় কিনা।