
দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রপতি ভবনে কর্মরত এক পুলিশ আধিকারিক কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন। এই খবর পাওয়ার পরেই তাঁর সংস্পর্শে আসা একাধিক কর্মীকে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে। ওই পুলিশ আধিকারিককে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
জানা গিয়েছে, ওই পুলিশ আধিকারিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ বা এসিপি পদমর্যাদার। তাঁর অফিস রাষ্ট্রপতি ভবনের অভ্যন্তরেই রয়েছে। রবিবার তাঁর নমুনা পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে তাঁকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর সংস্পর্শে আসা একাধিক পুলিশ কর্মী ও নিরাপত্তার সঙ্গে যুক্ত অন্য কর্মীদের পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে।
গত মাসে রাষ্ট্রপতি ভবনের এক কর্মীর আত্মীয় করোনাভাইরাসে সংক্রামিত হন। তারপর ওই এলাকায় থাকা প্রায় ১১৫টি বাড়িতে বসবাসকারীদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল। রাষ্ট্রপতি ভবনের তরফে জারি একটি বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রপতির ব্যক্তিগত কর্মীদের মধ্যে এখনও পর্যন্ত কারও মধ্যে সংক্রমণ ধরা পড়েনি। মধ্য দিল্লির বাসিন্দা এক কোভিড ১৯ আক্রান্ত গত ১৩ এপ্রিল বিএল কাপুর হাসপাতালে মারা যান। তারপর খবর শোনা যায় ওই কর্মী রাষ্ট্রপতি ভবনে কাজ করতেন। কিন্তু এদিন ভবনের তরফে জারি বিবৃতিতে বলা হয়েছে, ওই ব্যক্তি রাষ্ট্রপতি ভবনে কাজ করতেন না। এমনকি ভবনের এলাকায় থাকা কোনও বাসিন্দার আত্মীয় ছিলেন না তিনি।
আরও পড়ুন লকডাউন ৪.০: কেন্দ্র এখনও কোনও নির্দেশ পাঠায়নি, তাই সব আগের মতোই চলবে! টুইট রাজ্য স্বরাষ্ট্র দফতরের
বিবৃতিতে আরও বলা হয়েছে, পরে জানা যায়, রাষ্ট্রপতি ভবনের এক কর্মীর পরিবারের কেউ ওই মৃত ব্যক্তির সংস্পর্শ এসেছিলেন। একথা জানার পরেই ওই পরিবারের সাত সদস্যকেই কোয়ারেন্টাইনে রাখা হয়। তাঁদের মধ্য দিল্লির একটি কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়। ওই কর্মীর পরিবারের এক সদস্যের নমুনা পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসে। বাকিদের সবার রিপোর্ট নেগেটিভ আসে। একজনের রিপোর্ট পজিটিভ আসার পরেই ওই এলাকায় থাকা প্রায় ১১৫টি বাড়িতে বসবাসকারীদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল।