
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে ভারতে সুস্থতার হার ২৮.৮৩ শতাংশ। অর্থাৎ যত সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, তার প্রায় ২৯ শতাংশ ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর এই হার ক্রমাগত বাড়ছে। সপ্তাহ দুয়েক আগে ভারতে এই রিকভারি রেট ছিল ২০ শতাংশের নীচে। অর্থাৎ গত কয়েক দিনে সুস্থতার হার উল্লেখযোগ্য ভাবে বেড়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
ভারতের রাজ্যওয়াড়ি পরিসংখ্যান লক্ষ্য করলে দেখা যাবে, যেসব রাজ্যে আক্রান্তের সংখ্যা বেশি, তুলনামূলকভাবে সেখানে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বেশি। যেমন মহারাষ্ট্রে সবথেকে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত ( ১৬৭৫৮ ), তেমনই সবথেকে বেশি সংখ্যক মানুষ সুস্থও হয়েছেন এই রাজ্যে ( ৩০৯৪ )। ভারতের মোট আক্রান্তের ৩১.৬৫ শতাংশ শুধুমাত্র মহারাষ্ট্রেই হয়েছে। তেমনই ভারতের মোট সুস্থ হয়ে ওঠা মানুষের ২০.২৭ শতাংশও এই রাজ্যেই হয়েছে।
আরও পড়ুন করোনাভাইরাসের উৎপত্তি কোথায়, ফের চিনে যেতে পারে ‘হু’য়ের দল
এছাড়া যেসব রাজ্যে হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন, সেই রাজ্যগুলি হল দিল্লি ( ১৫৪২ ), গুজরাত ( ১৫০০ ), মধ্যপ্রদেশ ( ১০৯৯ ), রাজস্থান ( ১৫৯৬ ), তামিলনাড়ু ( ১৫১৬ ) ও উত্তরপ্রদেশ ( ১১৩০ )।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে বারবার জানানো হয়েছে, এই রিকভারি রেট বর্তমান পরিস্থিতিতে খুব ইতিবাচক। কারণ, এখনও পর্যন্ত কোভিড ১৯ থেকে সুস্থ হয়ে ওঠার কোনও ভ্যাকসিন আবিষ্কার হয়নি। ডাক্তাররা যতটা পারছেন পর্যবেক্ষণে রাখার ও বাহ্যিক কিছু সাহায্য যেমন অক্সিজেন, দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু সুস্থ হয়ে ওঠার মূল হাতিয়ার হল মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা। এই ক্ষমতার বলে বলিয়ান হয়েই কোভিড ১৯-কে হারিয়ে সেরে উঠছেন মানুষ। দিনে দিনে এই হার বাড়ছে। অর্থাৎ ধীরে ধীরে এই ভাইরাসের উপর জয়লাভ করছে মানুষের প্রতিরোধ ক্ষমতা। এই ইঙ্গিত ইতিবাচক বলেই জানাচ্ছে চিকিৎসক মহল।