
সোমবার সন্ধেবেলা মোদীর এই টুইটের পরেই শুরু হয়েছে রিটুইট ও কমেন্টের বন্যা। তার মধ্যে একদিকে যেমন রয়েছে প্রধানমন্ত্রীর কাছে আর্জি, যাতে তিনি সোশ্যাল মিডিয়া ছেড়ে না যান, তেমনই রয়েছে টিপ্পনী। আবার কেউ পুরো ব্যাপারটাকেই রাজনৈতিক গিমিক বলতে চাইছেন। তাঁদের বক্তব্য, রবিবার সোশ্যাল মিডিয়া ত্যাগ করার কথা বলেছেন মোদী। সেদিন নিশ্চয় ‘মন কি বাত’ কিংবা অন্য কোনও অনুষ্ঠানে কিছু বলবেন মোদী। তারই হয়তো আগাম প্রস্তুতি স্বরূপ এই টুইট করলেন তিনি।
প্রধানমন্ত্রীর এই টুইটের পরে একটা অংশের বক্তব্য, মোদী জননেতা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দেশের মানুষ তাঁর কথা জানতে পারেন। তাহলে কেন সোশ্যাল মিডিয়া ছাড়ছেন তিনি। একজন তো আবার লিখেছেন, মোদীজি ও ভারত মাতাজি এই মুহূর্তে সমার্থক। এইসময় এই সিদ্ধান্ত যেন তিনি না নেন। কেউ আবার বলেছেন, মোদীকে দেখেই তাঁরা সোশ্যাল মিডিয়ার ব্যবহার শুরু করেছেন। তাই তিনি সোশ্যাল মিডিয়া ছেড়ে গেলে খুবই কষ্ট হবে তাঁদের। মোদ্দা কথা হল, এঁরা চাইছেন প্রধানমন্ত্রী যেন তাঁর সিদ্ধান্ত থেকে সরে আসেন।
Time when Modi Ji & Bharat Mata Ji Jai have become synonymous in India,
Please Sir, You cant leave social media now for the sake of your fans!#PMModi #PMTweet #ModiMadness #ModiJi #Namo #Modimysterytweet #PMTweet #NoSirpic.twitter.com/4966Doi5HW— Geetika Swami (@SwamiGeetika) March 2, 2020
আর একটা অংশের মনে আবার জমেছে অনেক প্রশ্ন। কী কারণে তিনি এই সিদ্ধান্ত নিলেন। কেউ বলছেন, নিশ্চয় এর পিছনে অন্য কোনও কারণ আছে। হঠাৎ করে কেন সোশ্যাল মিডিয়া ত্যাগ করবেন মোদী। কেউ আবার বলছেন, দিল্লির হিংসার পরে দিল্লি পুলিশ বলেছিল, সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই ঘটনার ব্যাপারে ভুয়ো খবর ছড়াচ্ছে। সেই খবরে যেন কেউ কান না দেয়। তাহলে কি সেটাই মোদীর সোশ্যাল মিডিয়া ছাড়ার কারণ।
I don’t know why am I relating these two… #modimysterytweet @narendramodi pic.twitter.com/yUnFdaHxvj
— Shikha Thakur (@shikha_thakur7) March 2, 2020
অন্যদিকে আর একটা অংশ এই ঘটনা নিয়েও শুরু করেছে রসিকতা। তাঁদের বক্তব্য। মোদীজি যাই করুন না কেন, তাতেই অনেক রকমের মজার মিম তৈরি হয়। সে তাঁর মোতেরাতে ভাষণ দেওয়াই হোক, কিংবা বেয়ার গ্রিলসের সঙ্গে ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’এর শ্যুটিং। এবারেও অনেক মজার মিম বানানোর ব্যবস্থা তিনি করে দিলেন।
Modi ji has given us a new meme trend nothing else
best PM till now
Thank You modi ji#nosir #modimysterytweet pic.twitter.com/6iMlondtIK— Neutral fan (@neutral_always_) March 2, 2020
মোদীর এই টুইট নিয়ে সাধারণ মানুষ যেভাবেই ভাবুক না কেন, সবার মনে কিন্তু একটা প্রশ্ন রয়েই গিয়েছে। যে মানুষটি গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীনই সোশ্যাল মিডিয়ায় হাত পাকিয়েছেন, বিদেশের অনেক সেলিব্রিটির ফলোয়ার যাঁর থেকে কম, যিনি প্রতি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন, তিনি হঠাৎ করে এমন একটা কথা কেন বললেন। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন রবিবারের। সেদিনই তো পর্দা উঠবে।