
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন জাতীয়তাবাদের হাওয়া নিজের পালে টানতে ব্যস্ত, তখন হাত গুটিয়ে বসে থাকলেন না কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শনিবার ঝাড়খণ্ডের রাঁচিতে দলের সভা মঞ্চে দাঁড়িয়ে রাহুলও কার্যত বিমান হামলাই করতে চাইলেন গেরুয়া শিবিরের কাণ্ডারীর বিরুদ্ধে। বললেন, বায়ুসেনার টাকা চুরি করেছেন নরেন্দ্র মোদী।
প্রথমে পাকিস্তানে জঙ্গি ঘাঁটি ওড়ানো তার পর উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের সাহসিকতা ও শৌর্য্যে এখন বুঁদ হয়ে আছে গোটা দেশ। তাই প্রধানমন্ত্রীর কথাতেও এ দিন যেমন ফিরে এসেছে অভিনন্দনের কথা, তেমনই রাহুলও এ দিন বলেন, “গত কয়েকদিনে গোটা দেশ দেখেছে কীভাবে ভারতীয় বায়ুসেনা ভারতের নিরাপত্তার স্বার্থে জীবন বাজি রেখে কাজ করেছে। গোটা দেশ তাদের জন্য গর্বিত। অথচ চৌকিদার সেই বায়ুসেনার থেকে তিরিশ হাজার কোটি টাকা চুরি করে অনিল আম্বানিকে দিয়েছে।” সন্দেহ নেই রাফাল কেলেঙ্কারির দিকেই আঙুল তুলতে চেয়েছেন রাহুল।
পর্যবেক্ষকদের মতে, শুধু কংগ্রেস কেন, বিরোধীরা অনেকেই এখন বিজেপি-র রাজনীতি ধরে ফেলেছে। তাঁরা বুঝতে পারছেন, পাক বিরোধিতা তথা যুদ্ধের জিগির তুলে আসন্ন লোকসভা ভোটের তর্ককে প্রভাবিত করতে চাইছেন তিনি। ফলে মোদীর সেই খেলাকেও বুদ্ধিমত্তার সঙ্গেই মোকাবিলা করতে হবে।
তাই মোদীর বিরুদ্ধে আঘাত হানতে গিয়ে কৌশলে বায়ুসেনাকে নিয়ে দেশের আবেগও এ দিন জড়িয়ে দিতে চেয়েছেন রাহুল। তবে সেখানেই থামেননি তিনি। তীক্ষ্ণ শ্লেষের সঙ্গে রীতিমতো তারিয়ে তারিয়ে বার বার চোর বলেছেন মোদীকে।
রাঁচির সভায় এক সময়ে রাহুল প্রশ্ন তোলেন, আপনারা নীরব মোদীর কথা শুনেছেন, ললিত মোদীর কথা শুনেছেন? নীরব মোদীকে নরেন্দ্র মোদী ভাই সম্মোধন করেন। আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন, মেহুল ভাই, নীরব ভাই! আচ্ছা আমাকে একটা জিনিস বোঝান, এই সব চোরেদের নাম মোদী কেন? ললিত মোদী, নীরব মোদী, নরেন্দ্র মোদী।
কংগ্রেসের এক নেতার কথায়, এটা ঠিকই মোদী লোকসভা ভোটের তর্ককে জাতীয়তাবাদের দিকে ঘোরাতে চাইছেন। এই বার্তা দিতে চাইছেন, যাঁরা তাঁর বিরোধিতা করছেন তাঁরা আসলে জাতীয়তাবাদীই নয়। কিন্তু কংগ্রেস ওঁর ফাঁদে পা দেবে না। কংগ্রেস চাইবে লোকসভা ভোটে রাজনৈতিক তর্কের বিষয় হয়ে উঠুক মোদীর প্রশাসনিক ব্যর্থতা। তাঁর ও তাঁর সরকারের দুর্নীতি। রাহুল গান্ধী সেই কৌশলেই এ দিন সমালোচনা করেছেন মোদীকে।
#WATCH: Congress President Rahul Gandhi says at a rally in Ranchi, Jharkhand, "Accha mujhe ek baat samjhao, in sab choro ke naam Modi kyun hain? Lalit Modi, Nirav Modi, Narendra Modi." pic.twitter.com/lVUj3R71Ph
— ANI (@ANI) March 2, 2019