Latest News

লালুপ্রাসাদের ৭৩তম জন্মদিনে পাটনার রাস্তায় পোস্টার যুদ্ধ

দ্য ওয়াল ব্যুরো: গত রবিবার ভার্চুয়াল জনসভা করে বিহারের বিধানসভা ভোটের ঢাকে কাঠি ফেলে দিয়েছিলেন প্রাক্তন বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার দেখা গেল পোস্টার যুদ্ধ।

আজ ১১ জুন, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের ৭৩ তম জন্মদিন। সেই উপলক্ষে পাটনার রাজপথে আরজেডি যেমন বর্ষীয়ান নেতাকে শুভেচ্ছা জানাল, ঠিক তার পাশেই পাল্টা খোঁচা দিয়ে হোর্ডিং টাঙাল বিহারের শাসকদল জেডিইউ।

জেডিইউ তাদের পোস্টারে ৭৩টি সম্পত্তির তালিকা ছাপিয়ে লিখেছে, রাজনৈতিক পেশীশক্তি দিয়ে রাজ্যের এই ৭৩টি বিশাল বিশাল সম্পত্তি লালুপ্রসাদ তাঁর পরিবারের নামে করেছেন। পাশাপাশি দুটি পোস্টার বুঝিয়ে দিচ্ছে করোনা সংক্রমণের মধ্যেও ভোটের গা ঘামানো শুরু হয়ে গিয়েছে বিহারে। প্রসঙ্গত, চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভোট হওয়ার কথা বিহারে।

পাল্টা আরজেডির তরফে লালুপ্রাসাদের ছোট ছেলে তথা বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব বলেন, মানুষ যখন চূড়ান্ত সংকটে, কৃষকদের ফসলের ন্যায্য দাম নেই, দুর্দশার মধ্যে পরিযায়ী শ্রমিকরা, বেকারদের হাতে কাজ নেই, তখন একটি রাজনৈতিক দল ভোটের রাজনীতি করতে নেমে পড়েছে।

পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে লালুপ্রসাদ আপাতত জেলবন্দি। তা ছাড়া শরীরও ভাল নেই প্রাক্তন রেলমন্ত্রীর। কিডনির সমস্যার সঙ্গে শরীরে বসা বেঁধেছে হাজারো রোগ।

সংবাদসংস্থা এএনআইকে তেজস্বী আরও বলেন, “লালুজির জন্মদিন উপলক্ষে দলের তরফে আগামীকাল গরিব সম্মান দিবস পালনের কর্মসূচি নেওয়া হয়েছে। কেক কাটা বা মোমবাতি জ্বালা নয়, আমরা গরিব মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচি নিয়েছি।

তবে প্রকাশ্য রাস্তায় এমন.পোস্টার যুদ্ধ অনেকেই বলছেন, বিহার আস্তে আস্তে করোনা-যুদ্ধ থেকে ভোট যুদ্ধে ঢুকে পড়ছে।

You might also like