Latest News

প্রধানমন্ত্রী আমাদের হেডলাইন দিয়েছেন, প্রাপ্তির খাতা ফাঁকা, সমালোচনা চিদম্বরমের

প্রধানমন্ত্রীর ঘোষণা করা আর্থিক প্যাকেজকে কী কী খাতে ব্যবহার করা হবে সে সংক্রান্ত ঘোষণা করার কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। এই কারণে আজ একাধিক সাংবাদিক বৈঠক তিনি করতে পারেন।

দ্য ওয়াল ব্যুরো: করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করেছেন। কিন্তু এই ঘোষণাকে শুধুমাত্র খবরের হেডলাইনের সঙ্গে তুলনা করলেন ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। তিনি বলেন, প্রাপ্তির খাতা ফাঁকা রয়েছে। তিনি আশা করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সেই খাতা ভরাট করবেন।

ভারতে করোনাভাইরাস ও লকডাউন মোকাবিলায় এর আগে ১.৭ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিলেন মোদী। কিন্তু বিভিন্ন রাজ্যের তরফে বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রের কাছে আর্থিক সাহায্যের আবেদন করা হচ্ছিল। তারপরেই মঙ্গলবার এই প্যাকেজ ঘোষণা করেন মোদী। তিনি বলেন, এই আর্থিক প্যাকেজ ভারতের জিডিপি-র ১০ শতাংশ।

মোদীর এই ঘোষণার পরেই কংগ্রেসের তরফে সমালোচনা করা হয়। কিন্তু গতকাল কিছু বলেননি প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম। সেই কারণও বুধবার টুইট করে বলেন তিনি। চিদম্বরম জানান, “গতকাল প্রধানমন্ত্রী আমাদের হেডলাইন ও একটা ফাঁকা পাতা দিয়েছেন। তাই আমার প্রতিক্রিয়াও সেরকম ছিল। আমি আশা করছি আজ, অর্থমন্ত্রী সেই পাতা ভর্তি করবেন। অর্থনীতিকে চালাতে প্রতিটি অতিরিক্ত টাকার উপর আমাদের নজর থাকবে।”

চিদম্বরম আরও বলেন, “আমরা ভাল করে লক্ষ্য রাখব কে কী পেল। আর সবার আগে আমাদের লক্ষ্য থাকবে গরিব, ক্ষুধার্ত মানুষ ও পরিযায়ী শ্রমিকরা এত কষ্ট করে মাইলের পর মাইল পায়ে হেঁটে রাজ্যে ফিরে কী পেলেন। জনসংখ্যার নীচের সীমায় যে ১৩ কোটি পরিবার রয়েছে তাঁরা আর্থিক কী সাহায্য পেলেন, সেদিকেও আমাদের নজর থাকবে।”

আরও পড়ুন জমি, শ্রম আর আইনে সাহসী ও বলিষ্ঠ সংস্কারের ইঙ্গিত প্রধানমন্ত্রীর, আরও কী আছে ঝুলিতে জল্পনা শুরু

প্রধানমন্ত্রীর ঘোষণা করা আর্থিক প্যাকেজকে কী কী খাতে ব্যবহার করা হবে সে সংক্রান্ত ঘোষণা করার কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। এই কারণে আজ একাধিক সাংবাদিক বৈঠক তিনি করতে পারেন। প্রধানমন্ত্রী গতকাল বলেছেন, আত্মনির্ভর ভারত গড়ে তোলার দিকে এগোচ্ছেন তাঁরা। সেই একই কথা শোনা গিয়েছে নির্মলা সীতারমণের গলাতেও। ফিকি-র তরফেও মোদীর এই পরিকল্পনার প্রশংসা করা হয়েছে।

You might also like