Latest News

ভারতের করোনা আক্রান্তের এক-তৃতীয়াংশ মহারাষ্ট্রেই, মৃত্যুর অর্ধেকও এই রাজ্যেই

এই মুহূর্তে মহারাষ্ট্রে ১৪৭৩টি কন্টেইনমেন্ট জোন রয়েছে। ৩২৯৩০২ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উদ্ধব ঠাকরে প্রশাসন। এছাড়া ১৬৩০৬ জনকে সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে বলে খবর।

দ্য ওয়াল ব্যুরো: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা চিনকে ছাপিয়ে গিয়েছে। শনিবার, ১৬ মে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া বুলেটিন অনুযায়ী, সকাল ৮টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৮৫৯৪০। বর্তমানে কোভিড ১৯ আক্রান্ত হয়ে ভারতে মৃতের সংখ্যা ২৭৫২। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩০১৫৩ জন। অর্থাৎ বর্তমানে দেশে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ৫৩০৩৫। এই আক্রান্তের সংখ্যার এক-তৃতীয়াংশ শুধুমাত্র মহারাষ্ট্রেই রয়েছে। মৃত্যুর ক্ষেত্রে পরিসংখ্যান তো আরও ভয়াবহ। ভারতে কোভিডে মৃত্যুর অর্ধেক হয়েছে মহারাষ্ট্রে।

বর্তমানে দেশের চিত্রটা দেখলে পরিষ্কার, ভারতে করোনা আক্রান্তের ৩৩.৮৬ শতাংশ আক্রান্ত মহারাষ্ট্রে রয়েছে। আর ভারতে মোট মৃত্যুর ৫০.৬৪ শতাংশ হয়েছে এই রাজ্যে।

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৯৭০ জন নতুন করে কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন। তার মধ্যে মহারাষ্ট্রেই আক্রান্ত হয়েছেন ১৫৭৬ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০৩ জনের। তার মধ্যে মারাঠা প্রদেশে মৃত্যু হয়েছে ৪৯ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২৩৪ জন। তার মধ্যে মহারাষ্ট্রে ৫০৫ জন সুস্থ হয়ে উঠেছেন। এই রাজ্যে বর্তমানে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ২১৪৬৭। দেশের মোট অ্যাকটিভ রোগীর ৪০.৪৮ শতাংশ রয়েছে এই রাজ্যেই।

মহারাষ্ট্রের মধ্যে আবার সবথেকে খারাপ অবস্থা মুম্বইয়ের। গত ২৪ ঘণ্টায় মুম্বইয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৩৩ জন। অর্থাৎ এই শহরে আক্রান্তের সংখ্যা পোঁছেছে ১৭৬৭১। এই শহরে ভারতের করোনা আক্রান্তের ২১.৫৬ শতাংশ রয়েছে। গত ২৪ ঘণ্টায় মুম্বইয়ে মারা গিয়েছেন ৩৪ জন। এখনও পর্যন্ত এই শহরে মৃত্যু হয়েছে ৬৫৫ জনের।

আরও পড়ুন চিনকে ছাড়াল ভারত, দেশে করোনা আক্রান্ত প্রায় ৮৬ হাজার, সুস্থ ৩০ হাজারের বেশি

মুম্বইয়ের পরেই রয়েছে পুনে। এই শহরে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ১৩০। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৩৪৮২। এখনও পর্যন্ত এই শহরে মৃত্যু হয়েছে ১৮৫ জনের।

এই দুই শহর ছাড়াও থানেতে আক্রান্তের সংখ্যা ১৪৯১। নবি মুম্বইয়ে ১১৭৭ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। মালেগাঁওয়ে আক্রান্তের সংখ্যা ৬৬৩।

জানা গিয়েছে, এখনও পর্যন্ত মহারাষ্ট্রে ২৫০৪৩৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ২৯১০০ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। অর্থাৎ ২২১৩৩৬ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে যা মোট পরীক্ষার ৯০ শতাংশের বেশি।

এই মুহূর্তে মহারাষ্ট্রে ১৪৭৩টি কন্টেইনমেন্ট জোন রয়েছে। ৩২৯৩০২ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উদ্ধব ঠাকরে প্রশাসন। এছাড়া ১৬৩০৬ জনকে সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে বলে খবর।

You might also like