
দ্য ওয়াল ব্যুরো: হনুমান কী? মুসলমান না দলিত? নাকি জাঠ? এই প্রশ্নের নানান ব্যাখ্যা নিয়ে যখন প্রতিদিন একটা করে নতুন তত্ত্ব দিচ্ছেন উত্তরপ্রদেশের মন্ত্রীরা, তখন সেই প্রশ্ন একেবারে অন্য দিকে ঘুরিয়ে দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার চেতন চৌহান। জানিয়ে দিলেন, হনুমানের জাত দেখে কী হবে! হনুমান তো একজন ক্রীড়াবিদ। কুস্তিগীর।”
৭১ বছর বয়সী ভারতের এই প্রাক্তন ক্রিকেটার রবিবার বলেন, “ভারতের সব খেলোয়াড়রাই হনুমানজির পুজো করেন। শক্তি এবং উদ্যম পেতেই হনুমানজির পুজো করেন খেলোয়াড়রা। এর সঙ্গে হনুমানের জাত বা ধর্মের কোনও সম্পর্ক নেই।”
রাজস্থানের ভোট প্রচারে গিয়ে হনুমানের জাত নিয়ে তত্ত্ব দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ। বলেছিলেন, হনুমান দলিত ছিল। এরপর বিতর্ক তৈরি হয়। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই উত্তরপ্রদেশের আরএক বিজেপি নেতা বুক্কল নবাব জানিয়েছিলেন, হনুমান আসলে মুসলমান ছিলেন। শুধু জানাননি। যুক্তিও দিয়েছিলেন তার সমর্থনে। কী সেই যুক্তি? ‘হনুমান মুসলমান ছিলেন বলেই, মুসলমানদের নাম ওঁর নামের সঙ্গে মিল রেখে দেওয়া হয়। রেহমান, রমজান, জীশান, ফরমান, কুরবান – এই সব নামের উৎপত্তি হনুমানের নাম থেকেই। আর এই সব নাম হয় মুসলমানদের।’ এমনটাই জানিয়েছেন বুক্কল। এরপর শনিবার যোগীর আরএক ক্যাবিনেট সদস্য লক্ষ্মীনারায়ণ চৌধুরী বলেন, হনুমান জাঠ ছিলেন। কিন্তু এ দিন সব উড়িয়ে চেতন জানিয়ে দিলেন, দলিত, মুসলমান বা জাঠ নয়, হনুমান ছিলেন একজন ক্রীড়াবিদ।