Latest News

অটো আটকাল পুলিশ, অসুস্থ বাবাকে ঘাড়ে চাপিয়ে বাড়ি আনলেন ছেলে, ‘নির্মম’ ভূমিকা কেরল পুলিশের

দ্য ওয়াল ব্যুরো: হাসপাতাল থেকে বৃদ্ধ বাবাকে নিয়ে বাড়ি ফিরছিলেন ছেলে। সঙ্গে ছিলেন বৃদ্ধা মা-ও। কিন্তু লকডাউনের মধ্যে কেন অটো রাস্তায় নেমেছে, এই বলে আটকে দেওয়া হয় তাঁদের। অনেক কাকুতিমিনতি করেও লাভ হয়নি। অবশেষে বাবাকে ঘাড়ে করে প্রায় এক কিলোমিটার রাস্তা এলেন ছেলে। হাসপাতালের কাগজপত্র ও অন্যান্য জিনিসের ব্যাগ বইলেন মা। গোটা ঘটনার ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বুধবার ঘটনাটি ঘটেছে কেরলের পুনালুরে। এই ভিডিও ভাইরাল হওয়ার পরই নড়েচড়ে বসে রাজ্য মানবাধিকার কমিশন। স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে তারা।

কোল্লাম জেলার পুনালুর তালুক হাসপাতালে ভর্তি ছিলেন ওই বৃদ্ধ। বুধবার তাঁকে ছেড়ে দেওয়া হয়। বাবাকে আনতে অটো নিয়ে গিয়েছিলেন ছেলে। সঙ্গে ছিলেন মা। কিন্তু ফেরার সময়ে একটি জায়গায় ট্রাফিক জ্যামে আটকে পড়ে অটোটি। দেখা যায় পুলিশ লকডাউনের সময়ে গাড়ি চেক করছে। বৃদ্ধের ছেলের অভিযোগ, হাসপাতালের কাগজপত্র দেখানোর পরও তাঁদের গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। অগত্যা বাবাকে কাঁধে চাপিয়ে বাড়ি ফেরেন ছেলে।

লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তাতে তো জরুরি পরিষেবা বা অসুস্থ ব্যক্তিদের যাতায়াতে.নিষেধাজ্ঞা নেই। তারপরও এই ঘটনায় বিস্মিত সকলে।

You might also like