
দেশে এবার প্রতিদিন ১ লক্ষ কোভিড টেস্ট হবে, সুস্থতার হারও বাড়ছে: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়ে গিয়েছে। নমুনা পরীক্ষার সংখ্যা বাড়াতেই এই আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে আগেই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ভারতে নমুনা পরীক্ষার সংখ্যা এবার থেকে প্রতিদিন ১ লক্ষ হবে বলে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন।
মঙ্গলবার একটি বিবৃতিতে হর্ষবর্ধন বলেন, “ভারতে নমুনা পরীক্ষার সংখ্যা বেড়েছে। সোমবার ৮৬১৯১ পরীক্ষা হয়েছে। সেই সংখ্যা বুধবার থেকে ১ লক্ষ হয়ে যাবে। দেশের ৩৪৭টি সরকারি ও ১৩৭টি বেসরকারি ল্যাবরেটরিতে এই পরীক্ষা হবে। এতদিন পর্যন্ত সব মিলিয়ে ১৭ লক্ষ ৬২ হাজার ৮৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।”
গত কয়েক দিনে ভারতের আক্রান্ত, সুস্থ ও মৃত্যুরও পরিসংখ্যান দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, “ভারতে করোনায় মৃত্যুহার ৩.২ শতাংশ। বিশ্বজুড়ে মৃত্যুহার সেখানে ৭ থেকে ৭.৫ শতাংশ। বিশ্বের মধ্যে সবথেকে কম মৃত্যুহার ভারতে। সেই সঙ্গে সুস্থতার হার ৩১.৭৪ শতাংশ যা বিশ্বের বেশিরভাগ দেশের থেকে ভাল। এই সুস্থতার হার দিন দিন বাড়ছে। এটা খুবই ভাল ইঙ্গিত। গত ১৪ দিনে ভারতে করোনা আক্রান্তের ডাবলিং রেট বা দ্বিগুণ হওয়ার হার ১০.৯ দিন। গত তিনদিনে তা ১২.২ দিন। ভারতে অ্যাকটিভ করোনা আক্রান্তদের মধ্যে ২.৩৭ শতাংশ রোগীকে আইসিইউতে রাখতে হয়েছে। ০.৪১ শতাংশ রোগী ভেন্টিলেশনে রয়েছেন ও ১.৮২ শতাংশ রোগীকে অক্সিজেন সাপোর্ট দেওয়ার দরকার হয়েছে। অর্থাৎ ৯৫ শতাংশের বেশি রোগীর শরীরে জটিলতা নেই।”
আরও পড়ুন করোনা চিকিৎসায় হোমিওপ্যাথি ওষুধ আর্সেনিকাম অ্যালবাম, কেরল, গুজরাট, মহারাষ্ট্রের পরে প্রয়োগ বাংলাতেও
পরিযায়ী শ্রমিকদের থেকে যাতে এই সংক্রমণ ফের না ছড়ায় সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে বলে জানিয়েছেন ডক্টর হর্ষবর্ধন। তিনি বলেন, “যেসব পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরছেন, তাঁদের দিকে বেশি গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে। বাড়ি বাড়ি গিয়ে পর্যবেক্ষণ, কারও মধ্যে উপসর্গ দেখা দিলে সংক্রমণের উৎস খোঁজার চেষ্টা করার কথা বলা হয়েছে। সেইসঙ্গে বেশি পরীক্ষা করারও নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশ থাকা আসা নাগরিকদের ক্ষেত্রেও একই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে।”