Latest News

করোনা থেকে দূরে থাকুন, সাত নির্দেশিকা কেন্দ্রের

দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ আকার নিয়েছে করোনাভাইরাস। বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩। হুহু করে ছড়াচ্ছে আতঙ্ক। এই পরিস্থিতিতে সর্দি, কাশি, জ্বরের মতো উপসর্গ দেখা গেলে ঘরে কী করবেন সেই সংক্রান্ত সাতদফা নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

এক নজরে দেখে নিন স্বাস্থ্যমন্ত্রক তাদের নির্দেশিকায় কী বলেছে—

১. যাঁর মধ্যে এই উপসর্গ দেখা দিচ্ছে তাঁকে থাকতে হবে আলাদা একটি ঘরে। যেখানে পর্যাপ্ত আলো বাতাস খেলে। সেই ঘরে থাকতে হবে আলাদা শৌচাগার। যা অন্য কেউ ব্যবহার করবেন না।

২. যদি ওই ঘরে পরিবারের অন্য কোনও সদস্য থাকেনও তাহলে উপসর্গ দেখা দেওয়া ব্যক্তির থেকে সেই সদস্যকে থাকতে হবে অন্তত কয়েক মিটার দূরে। কোনও ভাবেই গা ঘেঁষাঘেঁষি করে থাকা যাবে না।

৩. যে ব্যক্তি কোয়ারেন্টাইনে থাকবেন তিনি যেন কোনও ভাবেই বয়স্ক, শিশু বা গর্ভবতী মহিলার কাছাকাছি না যান।

৪. ওই ব্যক্তির গতিবিধি বাড়ির মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। কোনও ভাবেই তিনি যেন সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে যোগ না দেন। সেখানে অনেক মানুষ থাকলে প্রকোপ ছড়ানোর সম্ভাবনাও প্রবল।

৫. যাঁর এই উপসর্গ দেখা যাবে, তিনি যেন কোনওভাবেই বাড়ির অন্য সদস্যদের থালা, কাপ ইত্যদি না ব্যবহার করেন।

৬. সারাক্ষণ মাস্ক পরে থাকতে হবে। প্রতি ছ’ঘণ্টা থেকে আটঘণ্টা অন্তর পাল্টাতে হবে মাস্ক।

৭. যে ঘরে থাকবেন সেখানে যদি অন্য কেউ পরিষ্কারের জন্য যান, তাহলে তাঁকে অবশ্যই হাতে গ্লাভস ও মুখে মাস্ক পরে যেতে হবে।

You might also like