
প্রসঙ্গত ৩ মার্চ সকাল ৬টায় তিহাড় জেলে ফাঁসি হওয়ার কথা ছিল নির্ভয়া কাণ্ডের দোষীদের। তবে তার আগের দিন পবনের এইসব আপিলের টাল বাহানায় ফের পিছিয়ে গিয়েছে ফাঁসির তারিখ। যদিও কবে দোষীদের সাজা কার্যকর হবে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।
গত ১৭ ফেব্রুয়ারি দিল্লির এক আদালত ঘোষণা করে, আগামী ৩ মার্চ নির্ভয়া মামলার চার আসামীকে ফাঁসি দেওয়া হবে। এর আগে দু’বার তাদের ফাঁসির দিন ঘোষণা করা হয়েছিল। কিন্তু অপরাধীরা একে একে ক্ষমা চেয়ে আবেদন করায় তাদের ফাঁসি দেওয়া যায়নি। ২০১২ সালে প্যারামেডিক্যাল ছাত্রীকে চলন্ত বাসে গণধর্ষণ ও নৃশংস অত্যাচারের ঘটনার সাত বছর পর মুকেশ সিং, বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর ও পবন গুপ্তর ফাঁসির আদেশ দেয় নিম্ন আদালত। তারপর থেকেই দীর্ঘ আইনি লড়াই চলছে।
নির্ভয়া কাণ্ডের বাকি তিন দোষী অক্ষয় ঠাকুর, বিনয় শর্মা এবং মুকেশ সিং এর আগেই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানিয়েছিল। তবে সেই আর্জি আগেই খারিজ হয়ে গিয়েছিল। নতুন করে পবন গুপ্ত প্রাণভিক্ষার আবেদন জানানোয় রাষ্ট্রপতি কী সিদ্ধান্ত নেন সেদিকে নজর ছিল দেশবাসীর। এবার পবনের আর্জিও খারিজ করেছেন রামনাথ কোবিন্দ।