Latest News

গাড়িতে বসে দুই সন্তান, বাবা-মায়ের মাথায় বন্দুক ঠেকিয়ে সর্বস্ব লুঠ, দেখুন ভিডিয়ো

দ্য ওয়াল ব্যুরো: ঘটনার কথা ভাবলে এখনও শিউরে উঠছেন দিল্লির বহেল পরিবার। কারণ নিজের বাড়ির পার্কিং লটেই ডাকাতদের মুখোমুখি হয়েছিলেন তাঁরা। মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁদের সর্বস্ব লুঠ করে নিয়ে গিয়েছে ডাকাতদল। তবে বরাত জোরে এ যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছেন পরিবারের সকলেই।

সিসিটিভিতে রেকর্ড হয়েছে গোটা ঘটনা। সেখানে দেখা গিয়েছে, পার্কিং লটে গাড়ি রেখে বাড়ির মেন গেট বন্ধ করতে গিয়েছিলেন কর্তা বরুণ বহেল। গাড়িতে তখনও বসা তাঁর স্ত্রী এবং সন্তানরা। চালকের আসনের পাশের দরজাটাও খোলা।  কিন্তু বাড়ির মেন গেট বন্ধ করতে গিয়েই আঁতকে ওঠেন বরুণ। ভয়ে পিছিয়ে যান দু’পা। ঠিক তখনই দেখা যায়, তিনজন ঢুকছে পার্কিং লটে। সকলেরই মুখে কালো মুখোশ পরা। হাতে আগ্নেয়াস্ত্র। সটান বরুণের মাথায় পিস্তল ঠেকিয়ে একজন নির্দেশ করে সব বের করে দেওয়ার। ভয়ে-আতঙ্কে ততক্ষণে সিঁটিয়ে গিয়েছেন গাড়িতে বসে থাকা বরুণের স্ত্রী এবং দুই সন্তান।

পুলিশকে বরুণ জানিয়েছেন, তাঁর হাতে দামি ঘড়ি ছিল। কিন্তু সেসব নেওয়ার কোনও উদ্দেশ্য ওই ডাকাত দলের ছিল না। বরং নজর ছিল তাঁর মানিব্যাগ, হাতের সোনার ব্রেসলেটের দিকে। এরপরেই গাড়ির দিকে এগিয়ে বরুণের স্ত্রী-র উপরেও চড়াও হয় এক ডাকাত। গাড়ির মধ্যে কিছু দামি জিনিস আছে কিনা হাতড়ে সেসব খুঁজতেও দেখা যায় ওই ডাকাতটিকে। শেষে কিছু না পেয়ে মহিলার ফোন কেড়ে নিয়েই ক্ষান্ত দেয় সে। এফআইআর দায়ের করে বরুণের স্ত্রী জানিয়েছেন, ফোন ছিনতাই হওয়ার আগে পুলিশকে ফোন করার চেষ্টা করেছিলেন তিনি। তবে ভয়ে-আতঙ্কে সব ঘেঁটে গিয়েছিল। কোলে ঘুমিয়ে পড়া সন্তানকে আঁকড়ে ধরে বসে থাকতে গিয়েছিল আতঁকে। পিছনের সিটে ছিল তাঁদের আর এক সন্তান।

স্বভাবতই এ হেন ঘটনায় প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলেন বহেল পরিবারের সকলেই। বরুণ এবং তাঁর স্ত্রী পুলিশকে জানিয়েছেন, “ওরা চলে যাওয়ার পর গাড়ির দরজা বন্ধ করে বসেছিলাম। বাচ্চারা খুব ভয় পেয়ে কান্নাকাটি করছিল। খানিক পর ধাতস্থ হয়ে পুলিশকে খবর দিই।” পুলিশ জানিয়েছে, উত্তর দিল্লির মডেল টাউন এলাকায় এই ঘটনা ঘটেছে। তবে সিসিটিভি ফুটেজে সব রেকর্ড হলেও, মুখে মুখোশ পরে থাকায় দুষ্কৃতীদের চিহ্নিত করা সম্ভব হয়নি এখনও। কিন্তু পুলিশ জানিয়েছে, এই তিনজনের ডাকাত দল এমন ফিল্মি কায়দায় এর আগেও বেশ কয়েকটি ডাকাতি করেছে বলে খবর রয়েছে তাদের কাছে। আপাতত ডাকাতদলকে ধরতে তৎপর দিল্লি পুলিশ। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে তল্লাশি।

ভিডিয়ো সৌজন্যে ইউটিউব 

You might also like