
আউরাইয়ার দুর্ঘটনার পরে বন্ধ করা হল উত্তরপ্রদেশ সীমান্ত, আটকে পড়ে বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের
গত শুক্রবার থেকে পরিযায়ী শ্রমিকদের এই দুর্ঘটনার ঘটনা ৩০ বারেরও বেশি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আউরাইয়ার ঘটনা নিয়ে শোক জ্ঞাপন করেছেন। যোগী আদিত্যনাথ দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। সেইসঙ্গে আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ও চিকিৎসার পরিষেবা দেওয়ার কথা বলা হয়েছে।
মধ্যপ্রদেশ সীমান্তে ঝাঁসি জেলায় দেখা গিয়েছে পুলিশকর্মীরা ট্রাক থেকে পরিযায়ী শ্রমিকদের নামিয়ে দিচ্ছে। আটকে দেওয়া হচ্ছে সাইকেল। এই ঘটনার পরে শ্রমিকদের অনেককেই দেখা যায় যোগী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে। পুলিশের এক সিনিয়র আধিকারিক সিং বাঘেল জানিয়েছেন, “আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে পরিযায়ী শ্রমিকদের আটকাতে। তারপর তাঁদের নিকটবর্তী শেল্টারে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা তাঁদের খাবার খাইয়ে বাসের ব্যবস্থা করে দেব। সেই বাসে করেই বাকি পথ যাবেন তাঁরা।”
হরিয়ানা সীমান্তে উত্তরপ্রদেশের সাহারানপুরেও দেখা গিয়েছে একই দৃশ্য। রবিবার সকালে দেখা যায় হরিয়ানা থেকে আসা পরিযায়ী শ্রমিকরা বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশকর্মীরা তাঁদের শান্ত করার চেষ্টা করছেন। কিছুক্ষণ পরে দেখা যায়, তাঁদের নিয়ে যাওয়ার জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে। সাহারানপুরের জেলাশাসক অখিলেশ সিং জানিয়েছেন, “আমরা বাসে করে তাঁদের শেল্টারে নিয়ে এসেছি। তাঁদের মধ্যে অনেকের বাড়ি অনেক দূরের রাজ্যে। তাই তাঁদের জন্য ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে। বাকিদের বাসে করেই পাঠানো হবে।”
আরও পড়ুন অবশেষে ২০,৯৭,০৫৩০০০০০০০ টাকার প্যাকেজের হিসাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
যোগী সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তিনি বলেন, “যে রাজ্য থেকে দেশের প্রধানমন্ত্রী উঠে এসেছেন, সেই রাজ্য গরিবদের জন্য নিজেদের সীমানা বন্ধ করে দিয়েছে। রাস্তা বন্ধ করে দিলে কী ভাবে পরিযায়ী শ্রমিকরা বাংলা, ওড়িশা, ঝাড়খণ্ড, ও উত্তর-পূর্বের রাজ্যগুলিতে যাবেন। এই সরকার নিশ্চয় আকাশ পথ ব্যবহার করতে বলবেন। বন্দে ভারত মিশনের মধ্যে কি এই গরিব মানুষরা নেই?”
গত শুক্রবার থেকে পরিযায়ী শ্রমিকদের এই দুর্ঘটনার ঘটনা ৩০ বারেরও বেশি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আউরাইয়ার ঘটনা নিয়ে শোক জ্ঞাপন করেছেন। যোগী আদিত্যনাথ দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। সেইসঙ্গে আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ও চিকিৎসার পরিষেবা দেওয়ার কথা বলা হয়েছে।