
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ হাজার ৮০ জন আক্রান্ত হয়েছেন। এর ফলে ৯ ডিসেম্বর, বুধবার, সকাল ৮টা পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৯৭ লাখ ৩৫ হাজার ৮৫০ জন।
বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে ৪০২ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ দেশে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৩৬০ জন। ভারতে করোনায় মৃত্যুহার ১.৪৫ শতাংশ।
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে উঠেছেন ৩৬ হাজার ৬৩৫ জন। ভারতে মোট সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা ৯২ লাখ ১৫ হাজার ৫৮১ জন। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৪.৬৬ শতাংশ। অর্থাৎ এই মুহূর্তে দেশে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩ লাখ ৭৮ হাজার ৯০৯ জন। মোট আক্রান্তের ৩.৮৯ শতাংশ রোগী এই মুহূর্তে অ্যাকটিভ রয়েছেন।
ভারতে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৫৯ হাজার ৩৬৭ জন। মহারাষ্ট্রে কোভিডে মারা গিয়েছেন ৪৭ হাজার ৮২৭ জন। আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্রের পরেই রয়েছে কর্নাটক। দক্ষিণের এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৯৫ হাজার ২৮৪ জন। মৃত্যু হয়েছে ১১ হাজার ৮৮০ জনের। তিন নম্বরে রয়েছে অন্ধ্রপ্রদেশ। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৭২ হাজার ৮৩৯ জন। মৃত্যু হয়েছে ৭০৪২ জনের। চার নম্বরে রয়েছে তামিলনাড়ু। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৯২ হাজার ৭৮৮ জন। মৃত্যু হয়েছে ১১ হাজার ৮২২ জনের। পাঁচ নম্বরে রয়েছে দিল্লি। রাজধানীতে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৯৭ হাজার ১১২ জন। মৃত্যু হয়েছে ৯৭৬৩ জনের। ছ’নম্বরে রয়েছে উত্তরপ্রদেশ। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৫৮ হাজার ১৭৩ জন। মৃত্যু হয়েছে ৭৯৬৭ জনের।
মহারাষ্ট্র, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, দিল্লি ও উত্তরপ্রদেশ, এই ছয় রাজ্যেই মোট আক্রান্তের সংখ্যা সাড়ে ৫৫ লাখ পেরিয়ে গিয়েছে। এই রাজ্যগুলি মিলিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৫৫ লাখ ৭৫ হাজার ৫৬৩ জন। এই সংখ্যা দেশের মোট আক্রান্তের ৫৭.২৭ শতাংশ। এই ছয় রাজ্য মিলিয়ে মোট ৯৬ হাজার ৩০১ জনের মৃত্যু হয়েছে, যা দেশের মোট মৃত্যুর ৬৮.১২ শতাংশ।