
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ১৭ মে, রবিবার, সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯০৯২৭। এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩৪১০৯ জন। মৃত্যু হয়েছে ২৮৭২ জনের। অর্থাৎ এই মুহূর্তে দেশে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ৫৩৯৪৬ জন।
আরও পড়ুন কলকাতা-সহ দেশের ৩০ পুর এলাকায় কড়া নজরদারির নির্দেশ কেন্দ্রের
আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়লেও সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও। এই মুহূর্তে দেশে কোভিড ১৯ থেকে সুস্থতার হার ৩৭.৫১ শতাংশ। গতকাল এই হার ছিল ৩৫.০৯ শতাংশ। এদিকে ভারতে করোনা থেকে মৃত্যুহার গতকালের থেকে আজ আরও কমেছে। গতকাল মৃত্যুহার ছিল ৩.২ শতাংশ। আজ সেটা হয়েছে ৩.১৫ শতাংশ। সুস্থতার হার ক্রমাগত বাড়া ও মৃত্যুহার ক্রমাগত কমা ইতিবাচক বলেই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।
এক নজরে দেখে নেওয়া যাক দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পরিসংখ্যান
রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল | আক্রান্তের সংখ্যা | মৃত | সুস্থ |
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | ৩৩ | ০ | ৩৩ |
অন্ধ্রপ্রদেশ | ২৩৬৫ | ৪৯ | ১৩৫৩ |
অরুণাচল প্রদেশ | ১ | ০ | ১ |
অসম | ৯২ | ২ | ৪১ |
বিহার | ১১৭৯ | ৭ | ৪৫৩ |
চণ্ডীগড় | ১৯১ | ৩ | ৫১ |
ছত্তীসগড় | ৬৭ | ০ | ৫৬ |
দাদরা ও নগর হাভেলি | ১ | ০ | ০ |
দিল্লি | ৯৩৩৩ | ১২৯ | ৩৯২৬ |
গোয়া | ১৭ | ০ | ৭ |
গুজরাত | ১০৯৮৮ | ৬২৫ | ৪৩০৮ |
হরিয়ানা | ৮৮৭ | ১৩ | ৫১৪ |
হিমাচল প্রদেশ | ৭৮ | ৩ | ৪৩ |
জম্মু ও কাশ্মীর | ১১২১ | ১২ | ৫৪২ |
ঝাড়খণ্ড | ২১৭ | ৩ | ১১৩ |
কর্নাটক | ১০৯২ | ৩৬ | ৪৯৬ |
কেরল | ৫৮৭ | ৪ | ৪৯৫ |
লাদাখ | ৪৩ | ০ | ২২ |
মধ্যপ্রদেশ | ৪৭৮৯ | ২৪৩ | ২৩১৫ |
মহারাষ্ট্র | ৩০৭০৬ | ১১৩৫ | ৭০৮৮ |
মণিপুর | ৭ | ০ | ২ |
মেঘালয় | ১৩ | ১ | ১১ |
মিজোরাম | ১ | ০ | ১ |
ওড়িশা | ৭৩৭ | ৩ | ১৯৬ |
পুদুচেরি | ১৩ | ১ | ৯ |
পঞ্জাব | ১৯৪৬ | ৩২ | ১২৫৭ |
রাজস্থান | ৪৯৬০ | ১২৬ | ২৮৩৯ |
তামিলনাড়ু | ১০৫৮৫ | ৭৪ | ৩৫৩৮ |
তেলেঙ্গানা | ১৫০৯ | ৩৪ | ৯৭১ |
ত্রিপুরা | ১৬৭ | ০ | ৬৪ |
উত্তরাখণ্ড | ৮৮ | ১ | ৫১ |
উত্তরপ্রদেশ | ৪২৫৮ | ১০৪ | ২৪৪১ |
পশ্চিমবঙ্গ | ২৫৭৬ | ২৩২ | ৮৭২ |