Latest News

দেশে ৩৮ হাজার আক্রান্ত একদিনে, ২৪ ঘণ্টায় সুস্থও হয়েছেন ২৮ হাজারের বেশি মানুষ

দ্য ওয়াল ব্যুরো: সোমবার রেকর্ড গড়ার পরে গত দু’দিনে কিছুটা কমেছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার আক্রান্ত হয়েছিলেন ৩৭ হাজার ১৪৮ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা প্রায় ৩৮ হাজার। ফলে এই মুহূর্তে দেশে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে প্রায় ১২ লাখের কাছে। সেইসঙ্গে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৮ হাজারের বেশি মানুষ। এর ফলে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সাড়ে সাত লাখ পেরিয়ে গিয়েছে। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৬৩ শতাংশের বেশি।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭,৭২৪ জন আক্রান্ত হয়েছেন। এর ফলে ২২ জুলাই, বুধবার, সকাল ৮টা পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১১,৯২,৯১৫ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে ৬৪৮ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা ২৮,৭৩২। ভারতে করোনায় মৃত্যুহার ২.৪১ শতাংশ। দেশে মৃত্যুহার প্রতিদিন কমছে। এই পরিসংখ্যান ইতিবাচক বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন জানিয়েছে, আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও বাড়ছে। বুলেটিন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে উঠেছেন ২৮,৪৭২ জন। ভারতে মোট সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা ৭,৫৩,০৫০ জন। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৬৩.১৩ শতাংশ। অর্থাৎ এই মুহূর্তে দেশে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ৪,১১,১৩০ জন।

ভারতে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩,২৭,০৩১ জন। মহারাষ্ট্রে কোভিডে মারা গিয়েছেন ১২,২৭৬ জন। তবে এর মধ্যেই এই রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১,৮২,২১৭ জন। অর্থাৎ এই মুহূর্তে মহারাষ্ট্রে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১,৩২,৫৩৮ জন।

আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১,৮০,৬৪৩। মৃত্যু হয়েছে ২৬২৬ জনের। তারপরেই রয়েছে দিল্লি। রাজধানীতে এই মুহূর্তে আক্রান্ত হয়েছেন ১,২৫,০৯৬ জন। মৃত্যু হয়েছে ৩৬৯০ জনের। চার নম্বরে উঠে এসেছে কর্নাটক। দক্ষিণের এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৭১,০৬৯ জন। মৃত্যু হয়েছে ১৪৬৪ জনের। গুজরাতকে টপকে পাঁচ নম্বরে উঠে এসেছে উত্তরপ্রদেশ। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৫৩,২৮৮ জন। মৃত্যু হয়েছে ১২২৯ জনের। গুজরাতে আক্রান্ত হয়েছেন ৫০,৩৭৯ জন। মারা গিয়েছেন ২১৯৬ জন।

মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, কর্নাটক, উত্তরপ্রদেশ ও গুজরাত, এই ছয় রাজ্যেই মোট আক্রান্তের সংখ্যা আট লাখের বেশি। এই রাজ্যগুলি মিলিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৮,০৭,৫০৬ জন। এই সংখ্যা দেশের মোট আক্রান্তের ৬৭.৬৯ শতাংশ। মৃত্যুর ক্ষেত্রে এই রাজ্যগুলির পরিসংখ্যান তো আরও ভয়াবহ। এই ছয় রাজ্য মিলিয়ে মোট ২৩,৪৮১ জনের মৃত্যু হয়েছে, যা দেশের মোট মৃত্যুর ৮১.৭২ শতাংশ।

You might also like