
ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা ৪৯ হাজার ছাড়াল, ২৪ ঘণ্টায় সুস্থ ১৪৫৬ যা একদিনে সর্বাধিক
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, তাদের এই পরিসংখ্যান ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। এছাড়াও বিভিন্ন রাজ্যের তরফে পাঠানো পরিসংখ্যান খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে।
ভারতে সুস্থ হয়ে ওঠার হার ক্রমাগত বাড়ছে। গতকাল বিকেল ৫টার বুলেটিন পর্যন্ত ভারতে সুস্থ হয়ে ওঠার হার ছিল ২৮.১৮ শতাংশ। বুধবার সকালে তা আরও বেড়ে দাঁড়িয়েছে ২৮.৭১ শতাংশ। গত কয়েক দিনে ক্রমাগত বেড়েছে এই সুস্থ হয়ে ওঠার হার। এই পরিসংখ্যান ইতিবাচক বলেই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
আরও পড়ুন BREAKING পেট্রোলে ১০ টাকা, ডিজেলে ১৩ টাকা অন্তঃশুল্ক বাড়াল কেন্দ্র, মঙ্গলবার মধ্যরাত থেকেই কার্যকর
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, তাদের এই পরিসংখ্যান ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। এছাড়াও বিভিন্ন রাজ্যের তরফে পাঠানো পরিসংখ্যান খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে।
এক নজরে দেখে নেওয়া যাক দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পরিসংখ্যান
রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল | আক্রান্তের সংখ্যা | মৃত | সুস্থ |
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | ৩৩ | ০ | ৩২ |
অন্ধ্রপ্রদেশ | ১৭১৭ | ৩৬ | ৫৮৯ |
অরুণাচল প্রদেশ | ১ | ০ | ১ |
অসম | ৪৩ | ১ | ৩২ |
বিহার | ৫৩৬ | ৪ | ১৪২ |
চণ্ডীগড় | ১১১ | ১ | ২১ |
ছত্তীসগড় | ৫৯ | ০ | ৩৬ |
দাদরা ও নগর হাভেলি | ১ | ০ | ০ |
দিল্লি | ৫১০৪ | ৬৪ | ১৪৬৮ |
গোয়া | ৭ | ০ | ৭ |
গুজরাত | ৬২৪৫ | ৩৬৮ | ১৩৮১ |
হরিয়ানা | ৫৪৮ | ৬ | ২৫৬ |
হিমাচল প্রদেশ | ৪২ | ২ | ৩৮ |
জম্মু ও কাশ্মীর | ৭৪১ | ৮ | ৩২০ |
ঝাড়খণ্ড | ১২৫ | ৩ | ৩৩ |
কর্নাটক | ৬৭১ | ২৯ | ৩৩১ |
কেরল | ৫০২ | ৪ | ৪৬২ |
লাদাখ | ৪১ | ০ | ১৭ |
মধ্য প্রদেশ | ৩০৪৯ | ১৭৬ | ১০০০ |
মহারাষ্ট্র | ১৫৫২৫ | ৬১৭ | ২৮১৯ |
মণিপুর | ২ | ০ | ২ |
মেঘালয় | ১২ | ১ | ১০ |
মিজোরাম | ১ | ০ | ০ |
ওড়িশা | ১৭৫ | ১ | ৬০ |
পুদুচেরি | ৯ | ০ | ৬ |
পঞ্জাব | ১৪৫১ | ২৫ | ১৩৩ |
রাজস্থান | ৩১৫৮ | ৮৯ | ১৫২৫ |
তামিলনাড়ু | ৪০৫৮ | ৩৩ | ১৪৮৫ |
তেলেঙ্গানা | ১০৯৬ | ২৯ | ৫৮৫ |
ত্রিপুরা | ৪৩ | ০ | ২ |
উত্তরাখণ্ড | ৬১ | ১ | ৩৯ |
উত্তর প্রদেশ | ২৮৮০ | ৫৬ | ৯৮৭ |
পশ্চিমবঙ্গ | ১৩৪৪ | ১৪০ | ৩৬৪ |